
বিশ্বের সবেচেয়ে আলোচিত চিত্রকর্ম লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা পোট্রেট মোনালিসা। পাঁচশ বছর আগে আঁকা এই পোট্রেটে মোনালিসার মুখে রয়েছে এক রহস্যময় হাসি। সেই রহস্যময় হাসির মানে আজো খুঁজে চলেছে মানুষ। তবে সম্প্রতি মোনালিসার সেই ভুবন ভুলানো রহস্যময় হাসি ঢাকা পড়েছে মাস্কের আড়ালে।
ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ব্যাপারে সচেতনতা তৈরি আর ভ্যাকসিন নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে ভারতের নাগপুর পুলিশ মোনালিসার ছবিতে পরিয়ে দিয়েছেন মাস্ক।
একইসঙ্গে ছবির মোনালিসার হাতে দেয়া হয়েছে করোনার ভ্যাকসিন। আরেক ছবিতে মোনালিসার হাতে দেখা গেছে স্যানিটাইজার। ওইসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তারা।
বিবার্তা/অনামিকা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]