শিরোনাম
পুরুষ সম্পর্কে জানুন কিছু মজার তথ্য
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৭, ১১:৫১
পুরুষ সম্পর্কে জানুন কিছু মজার তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

● গবেষণায় দেখা গেছে, কম সৌভাগ্যবান পুরুষদের সাধারণত আইকিউ (IQ) কম হয়ে থাকে।


●একজন পুরুষ তার সারা জীবনে মেয়ে লোকের দিকে প্রায় এক বছরের সমান সময় তাকিয়ে থাকে, বিশেষজ্ঞরা বলেছেন।


● একজন পুরুষ মানুষ দিনে ৬ বার মিথ্যা কথা বলে থাকেন যা একজন মেয়ের তুলনায় প্রায় দ্বিগুণ।


● যেসব পুরুষের সুন্দর স্ত্রীলোক রয়েছে তারা তাদের বিবাহ জীবনটাকে অন্যদের তুলনায় সন্তোষজনক হিসেবে প্রকাশ করে থাকে।


● পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দুজন মানুষকে টেলিভিশনের রুপালি পর্দায় দেখা গিয়েছে চুম্বনরত অবস্থায় এবং সেটা ১৯২১ সালে।


● একজন পুরুষ মানুষ প্রতি মিনিটে গড়ে ১১ বার চোখের পর্দা বন্ধ করে থাকে মেয়েদের ক্ষেত্রে তা ১৯ বার।


● হাই হিল জুতা আজকাল আমরা মেয়েদের পড়তে দেখি কিন্তু অবাক সত্য যে সর্বপ্রথম হাই হিল জুতা পুরুষ লোকেরাই সর্বপ্রথম ১৬০০ সালের প্রথম দিকে ব্যবহার করতে শুরু করে। কিন্তু পরে মেয়েরা নিজেদেরকে যাতে আরও নারীসুলভ লাগে তার জন্য হাই হিল জুতা পরা শুরু করে।


● পৃথিবীর সকল পুরুষ গড়ে পৃথিবীর সকল মেয়ের তুলনায় প্রায় ৪-৫ ইঞ্চি লম্বা হয়ে থাকে।


● ২০২০ সালের মধ্যে চীন দেশে বউ জুটাতে পারবে না এমন যুবকের সংখ্যা দাঁড়াবে ৩০ থেকে ৪০ মিলিয়নের মধ্যে।


● একজন মানুষ তার বউ বা গার্লফ্রেন্ডের সাথে হাঁটলে আগের তুলনায় প্রায় ৭% স্লো হাটে।


● পুরুষেরা মেয়েলোকের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি ঘেমে থাকে।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com