শিরোনাম
কনটাক্ট লেন্সই জানাবে রক্তে গ্লুকোজের পরিমাণ
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৪:৫৭
কনটাক্ট লেন্সই জানাবে রক্তে গ্লুকোজের পরিমাণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর রক্ত পরীক্ষা করে জানতে হবে না- শরীরে গ্লুকোজের পরিমাণ কমল না বাড়ল। এবার কনটাক্ট লেন্সই জানিয়ে দেবে রক্তে গ্লুকোজের পরিমাণ। এমনটিই দাবি করছেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।


এর আগে রক্তে গ্লুকোজের পরিমাণ জানতে চোখের পানি নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলে বিজ্ঞানীরা। তবে সবসময় তা থেকে নির্ভুলভাবে এর ফলাফল জানা যেত না। পরবর্তীকালে রমন স্পেকট্রোস্কোপি পদ্ধতির মাধ্যমে এই পরীক্ষা করে কিছুটা ফল পাওয়া যেত। কিন্তু এবার আর এসবের দরকার হবে না। অপটিক্যাল সেন্সিংয়ের মাধ্যমে, রমন স্পেকট্রোস্কোপির উপর ভিত্তি করে তৈরি একটি কনট্যাক্ট লেন্সকে স্ক্যান করলেই জানা যাবে ফলাফল।



এই ছোট্ট লেন্সটি তৈরি হয়েছে গোল্ড-ন্যানো ওয়ার (gold-nano wire) এবং গোল্ড ফিল্ম (gold film) দিয়ে। এতে চোখের পানিকে সহজেই প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে দেখা যাবে। ফলে ওই লেন্সই জানান দেবে কি পরিমাণ গ্লুকোজ শরীরে রয়েছে।


রমন স্পেকট্রোস্কোপি ব্যবহার করে এমন মাল্টি-সেন্সর লেন্স যদিও নতুন কিছু নয়। জানা যায়, সম্প্রতি গুগলও এমন একটি খবর জানিয়েছে। তাদের বক্তব্য, এবার কনটাক্ট লেন্সের মাধ্যমে বহু শারীরিক তথ্য জানা যাবে।


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com