শিরোনাম
উজ্জ্বল ত্বকের জন্য খান এই ৭ ফল
প্রকাশ : ২৩ মার্চ ২০২১, ১৭:৪৭
উজ্জ্বল ত্বকের জন্য খান এই ৭ ফল
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

ত্বক সুন্দর রাখতে বিভিন্ন ধরনের ফেস প্যাক ব্যবহার করি আমরা। প্রাকৃতিক উপাদানের এসব প্যাক ব্যবহারের পাশাপাশি খাদ্য তালিকায় রাখুন এমন কিছু ফল যা ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক জৌলুস।


আপেল


আপেলে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন ত্বকের যত্নে অনন্য। নিয়মিত আপেল খেলে ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে। এছাড়া আপেল র‍্যাডিকেল ড্যামেজ থেকে রক্ষা করে ত্বকের কোষকে।


ডালিম


নিয়মিত ডালিম খেলে কেবল রক্তশূন্যতাই দূর হয় না, উজ্জ্বল হয় ত্বকও। ডালিমে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ময়েশ্চার ধরে রাখে প্রাকৃতিকভাবে।


কমলা


ভিটামিন সি এর চমৎকার উৎস কমলা। সুন্দর ত্বক পেতে চাইলে কমলা খান নিয়মিত। কমলার খোসা শুকিয়ে ব্যবহার করতে পারেন বিভিন্ন ফেস প্যাকেও।


আম


আসছে আমের মৌসুম। আমে থাকা ভিটামিন এ এবং সি ত্বক রাখে উজ্জ্বল ও প্রাণবন্ত।


পেঁপে


পেঁপেতে থাকা এনজাইম ত্বকের মরা চামড়া দূর করে। এছাড়া সহজে বলিরেখা পড়তে দেয় না ত্বকে। পেঁপের মাস্কও ব্যবহার করতে পারেন ত্বকে।


স্ট্রবেরি


ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে চাইলে স্ট্রবেরির বিকল্প নেই। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ম্যালিক অ্যাসিড ত্বক করে উজ্জ্বল ও মসৃণ।


কলা


ভিটামিন বি, সি এবং পটাসিয়ামের অন্যতম উৎস কলা। এসব উপাদান ত্বক করে উজ্জ্বল ও নরম।


বিবার্তা/অনামিকা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com