শিরোনাম
মাংসের বিকল্প কিছু উদ্ভিজ্জ খাবার
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২০, ১৮:২২
মাংসের বিকল্প কিছু উদ্ভিজ্জ খাবার
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

নিরামিষভোজিরা ছাড়াও অনেকেই আছেন যারা মাংস খেতে পছন্দ করেন না, বা কোনো শারীরিক সমস্যার কারণে মাংস খান না। তারা মাংসের বদলে বেছে নিতে পারেন বিশেষ কিছু সবজি।


পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মাংসের বিকল্প কয়েকটি খাবারের নাম সম্পর্কে জানান হলো।


বেগুন: নিরামিষ-ভোজিদের জন্য মাংসের বিকল্প হিসেবে বেগুনকে বিবেচনা করা যেতে পারে। বেগুন সারা পৃথিবীতে নানাভাবে খাওয়া হয়ে থাকে। এটা রান্না করলে খুব সহজে মিশে যায় তাই মাংসের বদলে বেগুন ব্যবহার করা যায়। বার্গার, নুডুলস, মিটবল এমনকি ভাজা হিসেবেও মাংসের বদলে বেগুন খাওয়া যায়।


টফু: এটা অনেকটা মুরগির মাংসের মতো। তাই নিরামিষভোজিরা মাংসের বদলে টফু খেতে পারেন। নাগেট বা নিরামিষ বার্গারে টফুর ব্যবহার, খেতে অনেকটা মুরগির মাংসের মতোই লাগে। টফু তৈরি করা হয় শুকনা সয়াবিন থেকে যা খেতে অনেকটাই মাংসের মতো আঁশালো ও মজাদার হয়।


মাশরুম: মাংশল ও আঁশবহুল মাশরুম খেতে অনেকটাই মাংসের মতো। তাই মাংসের বিকল্প হিসেবে মাশরুমকে বেছে নেওয়া যেতে পারে। বার্গার বা সবজির সঙ্গে মাশরুম খাওয়া মজাদার ও পুষ্টিকর।


সয়ার টুকরা: তরকারি বা সবজিকে মজাদার করতে বা ভিন্নস্বাদ যোগ করতে সয়ার টুকরা বা ‘সয়া চাঙ্ক’ ব্যবহার করতে পারেন। এর স্বাদ অনেকটা মাংসের মতো। সয়া কেবল খেতেই নয় দেখতেও অনেকটা মাংসের মতো। রান্নার আগে ১৫ মিনিট সয়া ভিজিয়ে রাখুন। এতে বেশি মজাদার ও নরম হবে।


ফুলকপি: ফুলকপি আরেকটি সবজি যা মাংসের বদলে খাওয়া যেতে পারে। এটা রান্না করলে সহজেই গলে যায় ও স্বাদও মজাদার। তাই নিরামিষ-ভোজিরা মাংসের বদলে ফুলকপিকেও খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন।


বিবার্তা/অনামিকা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com