শিরোনাম
একসঙ্গে ১৭৫ কেজি পেঁয়াজ ভাজি, গিনেস বুকে বাংলাদেশী
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৩
একসঙ্গে ১৭৫ কেজি পেঁয়াজ ভাজি, গিনেস বুকে বাংলাদেশী
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একসঙ্গে ১২৫ কেজি পেঁয়াজ ভাজি করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন লন্ডনের বাংলাদেশি রাধুনী (শেফ) অলি খান।


স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ২৫ জন রাধুনীর সাহায্য নিয়ে লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফোরসংলগ্ন কিচেনে ১৭৫ কেজি পেঁয়াজ ভাজি তৈরি করেন তিনি। এ কাজে ২৫ জন শেফের সময় লাগে ৮ ঘণ্টারও বেশি।


এর আগে এ রেকর্ডটি ছিল কলিন বার্ট নামের এক শেফের। ২০১১ সালে কলিন বার্ট ব্রার্ডফোর্ড কলেজের ছাত্রদের নিয়ে ১০২ কেজি ওজনের পেঁয়াজ ভাজি করে বিশ্ব রেকর্ড করেছিলেন।


প্রসঙ্গত লন্ডনে ইন্ডিয়ান রেস্তোরাঁ নামের সবগুলোর মালিকই বাংলাদেশী। এসব রেস্তোরাঁর কর্মীও বাংলাদেশী। এসব রেস্তোরাঁর জনপ্রিয় ডিশগুলোর অন্যতম হচ্ছে পেঁয়াজ ভাজি। বিশ্বের বৃহত্তম এই পেঁয়াজ ভাজি বিক্রি করে অর্জিত অর্থ ইস্ট লন্ডন মসজিদের ফান্ডে জমা করা হবে বলে জানা গেছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com