শিরোনাম
১৯ বছর পর পৌঁছল চিঠি!
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮
১৯ বছর পর পৌঁছল চিঠি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০০০ সালে ডাক বিভাগের স্পিড পোস্টে পাঠানো হয় চিঠি। কিন্তু ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর গন্তব্যে পৌঁছে সেই চিঠি।


প্রায় দু’দশক আগের স্পিড পোস্টে (দ্রুত পৌঁছানোর জন্য) পাঠানো ওই চিঠি গন্তব্যে পোঁছানোর আশা ছেড়েই দিয়েছিলেন চিঠির প্রেরক।


ডাক বিভাগ থেকে তুহিনশংকর চন্দের ফোনে একটা এসএমএস এলো। তা দেখে চমকে গেলেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুরে।


ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবরে বলা হয়েছে, সুদর্শনপুরের বাসিন্দা তুহিনশংকর চন্দ জানান, ২০০০ সালের ১ জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান তিনি।


কাকে তিনি চিঠি পাঠিয়েছিলেন এবং কী লিখেছিলেন? জানতে চাইলে তিনি বলেন, এখন তা মনে করতে পারছিন না। তিনি বলেন, ১৯ বছর আগে চিঠি লিখেছিলাম। অবশেষে স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল।


তবে তুহিনশংকর চন্দের অভিযোগ, এর আগেও ডাক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীনতার শিকার হন তিনি। তখন অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com