শিরোনাম
টানা ৩ সেঞ্চুরির রেকর্ডে বাবর
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ০৯:৫৪
টানা ৩ সেঞ্চুরির রেকর্ডে বাবর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে অভিজাত ক্লাবে প্রবেশ করলেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান বাবর আজম।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বাবর। এরপর দ্বিতীয় ম্যাচে করেন ১২৩ রান। বুধবার আবু ধাবিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে হ্যাটট্রিক সেঞ্চুরির আনন্দে মেতে ওঠেন পাকিস্তানের এই সম্ভাবনাময়ী ব্যাটসম্যান। এদিন ১০৬ বলে ১১৭ রান করেন বাবর।


১৯৮৩ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে টানা তিনটি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন জহির আব্বাস। দশ বছর পর সেই কীর্তিতে ভাগ বসান পাকিস্তানের আরেক কিংবদন্তি তারকা সাঈদ আনোয়ার। এরপর রস টেলর, কুইন্টন ডি কক, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারা এই অভিজাত ক্লাবে প্রবেশ করেন। বুধবার তাতে যোগ দেন বাবর।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com