শিরোনাম
ওয়ানডে ছাড়ছেন মালিঙ্গা
প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৬:১২
ওয়ানডে ছাড়ছেন মালিঙ্গা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডে ক্রিকেটকে বাই বাই জানাতে যাচ্ছেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলেই এই ফরম্যাটকে বিদায় বলবেন শ্রীলঙ্কার এই তারকা পেসার।


কলম্বোতে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। নির্বাচকরা মালিঙ্গাকে পুরো সিরিজেই খেলার কথা বলেছিলেন। তবে তিনি শুধু প্রথমটি খেলার কথা নির্বাচকদের জানিয়ে দিয়েছেন বলে খবর।


ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৬ বছর বয়সি এই পেসার।


ওয়ানডেতে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি মালিঙ্গা। ২১৯ ইনিংসে নিয়েছেন ৩৩৫ উইকেট। তার ওপরে আছেন শুধু মুত্তিয়া মুরালিধরন (৫২৩) ও চামিন্দা ভাস (৩৯৯)।


১৩ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার সেরা বোলার ছিলেন মালিঙ্গা। বিশ্বকাপের পর আরো কয়েক বছর তিনি এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছিল।


তবে তিনি মনে করছেন, বিদায় বলার এটাই সঠিক সময়। আগামী বিশ্বকাপের জন্য তরুণদের সুযোগ করে দিতে চান।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com