শিরোনাম
যে কষ্ট বুকে চেয়ে বিশ্বকাপে আসেন ইংল্যান্ডের জোফরা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১১:১৯
যে কষ্ট বুকে চেয়ে বিশ্বকাপে আসেন ইংল্যান্ডের জোফরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাটকীতায় ভরপুর ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিটেক বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এর অন্যতম নায়ক জোফরা আর্চার। গোটা টুর্নামেন্টে তিনি দুর্দান্ত বোলিং করেছেন।


গতি, সুইং ও বাউন্সার দিয়ে পরাস্ত করেছেন বিশ্বখ্যাত ব্যাটসম্যানদের। ফাইনালের সুপার ওভারও করেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংলিশ পেসার। দলকে তিনি এনে দেন নাটকীয় জয়।


এই আর্চারই কিনা বিশ্বকাপে খেলেছেন ভাইয়ের মৃত্যুর শোক নিয়ে। ৩০ মে মাঠে গড়ায় দ্বাদশ আসর। একদিন পরই দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার ভাই (কাজিন) আশান্তিও ব্ল্যাকম্যান। অপর ১০ ভাইয়ের চেয়ে তিনি ছিলেন গতি তারকার খুব কাছের। এ দুজন একসঙ্গেই বেড়ে উঠেছেন এবং ক্রিকেটও খেলেছেন।


জোফরা ভাই ও প্রিয় বন্ধুর এমন মৃত্যু কিছুতেই মানতে পারছিলেন না। তবে নিজের শোক কখনই প্রকাশ করেননি। বরং পূর্ণ মনোযোগ দেন বিশ্বকাপে। আলাদা দেশ, কৃষ্টি-কালচারের হয়েও ইংল্যান্ডের হয়ে নিজেকে নিংড়ে দিয়েছেন। পুরো টুর্নামেন্টে ২০ উইকেট নিয়ে ইংলিশদের ঐতিহাসিক শিরোপা জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা।


এক সাক্ষাৎকারে আর্চারের বাবা ফ্র্যাঙ্ক বলেন, আশান্তিওর মৃত্যুর খবরে ভেঙে পড়েছিল জোফরা আর্চার। তারা দুজন সমবয়সী ছিল। মারা যাওয়ার আগের দিনও তাদের কথা হয়। এমন কাছের মানুষের মৃত্যু তাকে খুব পীড়া দিয়েছে। কিন্তু সে এ কষ্ট বুকে চেপে এগিয়ে গেছে। সূত্র: দ্য টাইমস।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com