শিরোনাম
গাঙ্গুলি-গাভাস্কারের সমালোচনার জবাবে যা বললেন রবি শাস্ত্রী
প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১৬:১২
গাঙ্গুলি-গাভাস্কারের সমালোচনার জবাবে যা বললেন রবি শাস্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠায় ভারতীয় দল। সেখানে নেমে দুর্দান্ত খেললেও টিম ইন্ডিয়াকে ফাইনালে তুলতে ব্যর্থ হন তিনি। ফলে তার ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনায় মাতেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সুনিল গাভাস্কার। এবার সেই সমালোচনার জবাব দিলেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী।


ধোনিকে ব্যাটিংঅর্ডারে আরো উপরের দিকে দেখতে চেয়েছিলেন গাঙ্গুলি-গাভাস্কার। সাতে নেমেও সেই ম্যাচে ভারতকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন তিনি। শেষ অবিধি ৭২ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েও ব্যর্থ হন মিস্টার ফিনিশার।


সাবেক দুই ভারতীয় গ্রেটের যুক্তি-রিশভ পন্থ, দিনেশ কার্তিক ও হার্দিক পান্ডিয়ার পরে ধোনিকে নামানোয় ভারতীয় ব্যাটিং লাইনআপে মাঝপথে অভিজ্ঞতার অভাব পরিলক্ষিত হয়েছিল। মূলত এই কারণেই পন্থ, কার্তিক, পান্ডিয়া- প্রত্যেকেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।


গাঙ্গুলি-গাভাস্কারের সমালোচনার জবাবে শাস্ত্রী বলেন, এটা দলীয় সিদ্ধান্ত ছিল। সবাই এর পক্ষে মত দিয়েছিল। এটা খুবই সাধারণ সিদ্ধান্ত ছিল। কারণ, ধোনি আগে ব্যাট করতে গিয়ে দ্রুত আউট হয়ে গেলে আমাদের রান তাড়ার স্বপ্ন ভেস্তে যেত। তার অভিজ্ঞতা নিচের দিকে দরকার ছিল। সে ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার। তাকে সেভাবে ব্যবহার করতে না পারাটা খুবই খারাপ হতো। টিম ম্যানেজমেন্টসহ দলের সবাই ওকে পরে নামানোর পক্ষে ছিল।


গতবুধবার ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত দুই দিনব্যাপী সেমিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৯ রান করে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ৬৭ ও রস টেলরের ৭৪ রানে এই লড়াকু সংগ্রহ পান তারা। জবাবে শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয় ভারত। বুক চিতিয়ে লড়েন রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। তবে তাতেও কাজ হয়নি। জাদেজা ৭৭ ও ধোনি ৫০ করে ফিরলে মেন ইন ব্লুদের স্বপ্ন ভেস্তে যায়।


সেমিফাইনাল থেকেই বিদায় নেয় কোহলি বাহিনী। আর ১৮ রানের নাটকীয় জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে নাম লেখায় কিউইরা। ফলশ্রুতিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আশা করছে কেন উইলিয়ামসন ব্রিগেড।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com