শিরোনাম
ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৫:১৬
ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগেই সেমি ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি এখন শুধুই ভারতের জন্য নিয়মরক্ষার। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন লঙ্কান দলপতি।


শনিবার লর্ডসে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল ভারতের মুখোমুখি হবে লঙ্কানরা। নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচটিকে নিজেদের সম্মান রক্ষার ম্যাচ হিসেবেই দেখছেন লঙ্কানরা। কেননা শেষটা ভাল করেই ফিরতে চান দেশে। একই সাথে ম্যাচ জিতে পয়েন্ট বাড়িয়ে এবারের আসরের শীর্ষ দল হতে চাইবে কোহলিরা। তাই ছাড় দেবেনা কেউই।


আসরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার রোহিত শর্মাও চাইবেন লঙ্কানদের বিরুদ্ধেই এবারের বিশ্বকাপ আসরের ৫ম সেঞ্চুরিটি তুলে নিতে। তা করতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষেই শ্রীলঙ্কান কিংবদন্তি কুমারা সাঙ্গাকারার এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলতে পারবেন তিনি।


ভারতের সঙ্গে শেষ আটবারের মোলাকাতে একটি মাত্র ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে সাত উইকেটে শ্রীলঙ্কা হারায় ভারতকে। সেই জয়ের দিকেই ইঙ্গিত লঙ্কানদের।


শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশাল মেন্ডিস, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, সুরাঙ্গা লাকমল, জিভান মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, ইশুরু উদানা।


ভারতের সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com