শিরোনাম
লর্ডস থেকে হার নিয়ে ফিরলো বাংলাদেশ
প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ০০:২৫
লর্ডস থেকে হার নিয়ে ফিরলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রঙিন বিশ্বকাপের সাদামাটা বিদায়। ক্রিকেটের মক্কা থেকে ক্যারিয়ারের ইতি টানলেন দুই দেশের দুই লিজেন্ড। পাকিস্তানের শোয়েব মালিক আর বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে বিশ্বমঞ্চকে বিদায় জানালেও ওয়ানডেতে আরো কিছুদিন খেলে যাবেন মাশরাফি।


দুই লিজেন্ডের বিদায়ে একজন মাঠে না থেকেও জয় পেলেন অন্যজন মাঠ থেকে মাথা নিচু করে বিদায় নিলেন।


অবশ্য দ্বাদশ বিশ্বকাপের শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে আর শেষ হলো পাকিস্তানের সঙ্গে পরাজয়ের মধ্য দিয়ে। মাঝখানে দুটি ম্যাচে টপ অর্ডারদের ব্যর্থতায় জয় পাওয়া হয়নি। অবশ্য এ চিত্র পুরো বিশ্বকাপ জুড়েই ছিল। টপ অর্ডাররা বরাবরের মতোই ব্যর্থ। আজও তাই ছিল। তবে ব্যতিক্রম ছিলেন সাকিব। বোলিংয়ে বিষ ছড়িয়ে ছিলেন মুস্তাফিজ। যার কারনে পাকিস্তানকে ৩১৫ রানে আটকে রাখতে সামর্থ্য হয় টাইগাররা। কিন্তু টপ অর্ডারদের ব্যর্থতায় ৯৪ রানে হেরেছে মাশরাফির দল।


শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ফাখার জামান ও ইমাম উল হক উদ্বোধনী জুটিতে করেন ২৩ রান। এরপর দ্বিতীয় উইকেটে বাবর আজমকে নিয়ে ১৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ইমাম। বাবর ৯৬ রানে সাইফউদ্দিনের বলে এলবির ফাঁদে পড়ে ৪ রানের জন্য বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি মিস করলেও বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি ঠিকেই তুলে নেন ইমাম উল হক।



ফিজের আগের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূরণ করে পরের বলে হিট উইকেট হন ইমাম। এরপর আস্তে আস্তে পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। শেষ দিকে ইমাদ ওয়াসিম ২৬ বলে ৪৩ রান করলে পাকিস্তান ৯ উইকেটে ৩১৫ রান করতে সক্ষম হয়।


বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ৫টি, সাইফউদ্দিন ৩টি ও মিরাজ একটি উইকেট নেন। লর্ডসে পাঁচ উইকেট নেয়ায় অনার বোর্ডে তৃতীয় বাংলাদেশি হিসেবে নাম উঠে মুস্তাফিজের।


৯৯’র ইতিহাস ধরে রাখার মিশনে লক্ষ তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৬ রানে মোহাম্মদ আমিরের শিকার হয়ে বিদায় নেন সৌম্য সরকার। এরপর তামিম দলীয় ৪৮ রানে তরুণ আফ্রিদির স্লোয়ার বলে বোল্ড হয়ে ফেরেন। উইকেটে এসে সাকিব-মুশফিক শুরু ধাক্কা সামলাতে চেষ্টা করেন। কিন্তু দলীয় ৭৮ রানে রিয়াজের বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক। লিটনকে সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটি নিয়ে শুরু ধাক্কা সামলানোর চেষ্টা চালান সাকিব।


দলীয় ১৩৬ রানে লিটন আফ্রিদির স্লোয়ার বলে হারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় ১৫৪ রানে পঞ্চম উইকেট হিসেবে সাকিব বিদায় নেন। সাকিবের বিদায়েই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অবশ্য সাকিব তার আগে ৭৭ বলে ৬ চারে ৬৬ রান ‍উপহার দেন। এর মধ্য দিয়ে বিশ্বের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০+ রান করার রেকর্ড গড়েন সাকিব। ৮ ইনিংসে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছেন সাকিব। তার আগে শুধুমাত্র শচীন টেন্ডুলকার ও ম্যাথু হেইডেনই পেরেছিলেন এক আসরে ৬০০'র বেশি রান করতে।



সাকিবের বিদায়ের পর বাংলাদেশের অলআউট হতে বেশিক্ষণ লাগেনি। শাহীন শাহ আফ্রিদি একাই নেন ৬ উইকেট, গড়েন বিশ্বকাপের ইতিহাসের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ফাইফার নেয়ার রেকর্ড। বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ডটাও গড়েন তিনি।


শেষদিকে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে মাহমুদুল্লাহ রিয়াদ ৩১, মোসাদ্দেক হোসেন ১৬ ও মাশরাফি বিন মর্তুজা করেন ১৫ রান। টাইগারদের ইনিংস থামে ৪৪.১ ওভারে ২২১ রানে। জুটে ৯৪ রানের বড় পরাজয়।


পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ৬টি, শাদাব খান ২টি, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ একটি করে উইকেট নেন।


এত বড় জয়ের পরেও সেমিফাইনালে খেলার আশা পূরণ হয়নি পাকিস্তানের। কেননা ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান ১১ হলেও, নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট পায় কিউইরাই। সেমিফাইনালে তাদের খেলতে হবে টেবিলের শীর্ষে থাকা দলের বিপক্ষে।



সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান:
৫০ ওভারে ৩১৫/৯ (ইমাম-উল ১০০, বাবর আজম ৯৬, ইমাদ ওয়াসিম ৪৩, মোহাম্মদ হাফিজ ২৭; মোস্তাফিজ ৫/৭৫)।
বাংলাদেশ: ৪৪.১ ওভারে ২২১/ ১০ (সাকিব ৬৪, লিটন ৩২, মাহমুদউল্লাহ ২৯, সৌম্য ২২, মোসাদ্দেক ১৬, মাশরাফি ১৫, মুশফিক ১৬, তামিম ৮, মিরাজ ৭*; শাহিন আফ্রিদি ৬/৩৫)।
ফল: পাকিস্তান ৯৪ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com