শিরোনাম
বাংলাদেশের লক্ষ্য ৩২২ রান
প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১৯:৩৬
বাংলাদেশের লক্ষ্য ৩২২ রান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশকে ৩২২ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার টন্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।


দলের পক্ষে শাই হোপ সর্বোচ্চ ৯৬ রান করেন। এছাড়া এভিন লুঈস ৭০, শিমরন হেটমেয়ার ৫০ এবং জেসন হোল্ডার ৩৩ রান করেন।


টাইগারদের পক্ষে মুস্তাফিজুর রহমান ও সাঈফউদ্দিন ৩টি করে এবং সাকিব আল হাসান ২টি উইকেট লাভ করেন।


এখন পর্যন্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের বিশ্বকাপ অভিজ্ঞতা একই। বাংলাদেশ দুর্দান্তভাবে দক্ষিণ আফ্রিকাকে এবং ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে।


বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। শ্রীলঙ্কার সাথে তৃতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। আর চতুর্থ ম্যাচে হারতে হয় স্বাগতিক ইংল্যান্ডের কাছে।


অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় বরণ করে। দক্ষিণ আফ্রিকার সাথে তাদের তৃতীয় ম্যাচও বৃষ্টিতে ভেসে যায়। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হার মানতে হয় তাদের।তাই আজকের ম্যাচ উভয় দলের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com