শিরোনাম
টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান
প্রকাশ : ০৪ জুন ২০১৯, ১৬:০৩
টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে লজ্জার হার সঙ্গী হয়েছে শ্রীলঙ্কার। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও ভয়-ডরহীন ক্রিকেট খেলে প্রশংসা কুড়িয়েছে আফগানিস্তান। মঙ্গলবার দল দুটি নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফলে ব্যাট হাত মাঠে নেমেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।


নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের হার ৮ উইকেটের ব্যবধানে।


গত বছর এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেই গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। সোমবার তাই শুধু ছন্দ ফেরার নয়; বরং সেই হারের বদলা নেয়ারও মোক্ষম সুযোগ পাচ্ছে লঙ্কানরা।


আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তান বেশ উন্নতি করলেও এখনো বড় দলের বিপক্ষে বড় পরীক্ষায় উড়তে যেতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে জয় ছিনিয়ে আনতে পারলে সেটি আফগান ক্রিকেটের জন্য স্মরণীয় হয়েই থাকবে।


অস্ট্রেলিয়ার কাছে নিজেদের প্রথম ম্যাচে হারলেও, এ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। একটি পরিবর্তন এসেছে লঙ্কান একাদশে। জিভান মেন্ডিসের বদলে সুযোগ পেয়েছেন নুয়ান প্রদীপ।


শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ এবং লাসিথ মালিঙ্গা।


আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ্‌, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবী, গুলবদিন নায়েব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, দাওলাত জাদরান, মুজিব উর রহমান এবং হামিদ হাসান।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com