শিরোনাম
বাংলাদেশিদের সম্মান জানালো আইসিসি
প্রকাশ : ০৩ জুন ২০১৯, ০৯:৩৭
বাংলাদেশিদের সম্মান জানালো আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভাল স্টেডিয়ামে টাইগারদের দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের সম্মান জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


ওভাল স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের ছবি আইসিসি তাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টুইটার পেজে ঠাঁই দিয়েছে।


ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের জার্সি পরিহিত একদল দর্শক মাথায় লাল-সবুজের ক্যাপ নিয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখছেন। আবার কারো মাথায় বাংলাদেশের পতাকা। তাদের এই উচ্ছ্বাসে যোগ দিয়েছেন বিভিন্ন বয়সের বিভিন্ন দেশের মানুষ।


রবিবার ইংল্যান্ডের ওভালে বিশ্বকাপের ১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বোলারদের তুলোধুনো করে রেকর্ড ৩৩০ রান সংগ্রহ করেন সাকিব-মুশফিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ৭৫ রান করেন সাকিব আল হাসান।


টার্গেট তাড়া করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া ৪৫ রান করেন ওপেনার মার্করাম, ৪১ রান করেন ভেন দার ডুসেন। ৩৮ রান করেন ডেভিড মিলার।


এদিন মাশরাফি-সাকিবদের খেলা দেখার লন্ডন প্রবাসী বাঙালি কমিউনিটি কেনিংটন ওভাল স্টেডিয়ামে ভিড় জমান। লাল-সবুজ পোশাকে শরীর আবৃত করে আসেন তারা।


বিবার্তা/তাওহীদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com