শিরোনাম
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ১৭ মে ২০১৯, ১৫:৩৫
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


সপ্তমবারের মতো কোনো সিরিজের ফাইনালে বাংলাদেশ। এমন এক ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাসের পাশাপাশি অস্বস্তির নাম সাকিব আল হাসানের পিঠের চোট। তবে সাকিবের ইনজুরি নিয়ে ভাবছেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কোনো প্রকার জোর দেওয়া হবে না সাকিবকে এমনটাই জানিয়ে দেয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকেও।


সাকিব না খেললে, সুযোগ হতে পারে তামিম ইকবাল, সৌম্য সরকার ও লিটন কুমার দাস তিন ওপেনারের। এছাড়া ফিরতে পারেন শেষ ম্যাচে বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমানও।


ফাইনাল খেললেও বাংলাদেশের বিপক্ষে গত দুই ম্যাচেই হেরেছে জেসন হোল্ডারের দল। এক শাই হোপ ছাড়া আশা ছড়াতে পারেননি ক্যারিবিয়ানদের কেউ। সিরিজে চার ম্যাচের মধ্যে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরি করেন হোপ। ৯৯ গড়ে সিরিজে সর্বোচ্চ ৩৯৬ রানও তার।


মাশরাফি অবশ্য ফাইনাল নিয়ে বেশ আশাবাদী। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর জানান, আমরা সিরিজের তিন ম্যাচই জিতেছি এবং ফাইনালের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।


এই পিচে ৩০০ ঊর্ধ্ব লক্ষ্য তাড়া করেও জেতা সম্ভব তা টাইগাররা আগে দেখিয়েছেন। তবে মাশরাফি বোধহয় টসে জিতলে ফিল্ডিংই নিতে চাইবেন। কারণ বৃষ্টির কারণে পরিত্যক্ত এক ম্যাচ (টস হয়নি) বাকি তিন ম্যাচেই বাংলাদেশ জিতেছে লক্ষ্য তাড়া করে। তিনবারই টসে হারেন মাশরাফি।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান/লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।


উইন্ডিজ সম্ভাব্য একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com