শিরোনাম
চেন্নাইকে হারিয়ে চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই
প্রকাশ : ১৩ মে ২০১৯, ০৮:৫৮
চেন্নাইকে হারিয়ে চতুর্থবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইপিএলের দ্বাদশ সংস্করণের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং একইসঙ্গে রোহিত শর্মার দল চতুর্থবার আইপিএল ট্রফি ঘরে তুলল।


এই কৃতিত্ব আর কোনো দলের নেই। চেন্নাই এর আগে তিনবার আইপিএল ট্রফি জিতেছে।


রবিবার ফাইনালে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত। শুরুটা মোটামুটি করলেও মিডল ওভারে উইকেট খুইয়ে খুব বেশি রান করতে পারেনি মুম্বাই।


শেষদিকে কায়রন পোলার্ডের অপরাজিত ১৪০ রানের সুবাদে ৮ উইকেটে ১৪৯ রান তোলে মুম্বাই। কুইন্টন ডি কক ২৯ রান, রোহিত শর্মা ১৫ রান, সূর্য কুমার যাদব ১৫ রান, ইশান কিষণ ২৩ রান, হার্দিক পান্ডিয়া ১৬ রান করেন।


চেন্নাইয়ের হয়ে অনবদ্য বোলিং করেন দীপক চাহার ও ইমরান তাহির। চাহার ২৬ রানে ৩ উইকেট নেন ও ইমরান তাহির ২৩ রানে ২ উইকেট পান।


রান তাড়া করতে নেমে চেন্নাই শুরুটা অসাধারণ করে। তবে ফ্যাফ ডু প্লেসি ১৩ বলে ২৬ রানে আউট হতেই খেলা ধরে নেয় মুম্বাই। চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যান এদিন রান পাননি। মহেন্দ্র সিং ধোনি ২ রান করে রান আউট হন।


তবে ক্রিজের অন্য প্রান্তে টিকে ছিলেন শেন ওয়াটসন। তিনি ছিলেন চেন্নাই দলের শেষ ভরসা। ব্র্যাভোকে নিয়ে ওয়াটসন মরণপণ চেষ্টা করেছিলেন। তবে তিনি ৫৯ বলে ৮০ রানে আউট হতেই ম্যাচ নিজেদের পক্ষে করে নেয় মুম্বাই।


শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৯ রান। বল করতে আসেন অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা। শেষ বলে প্রয়োজন ছিল দুই রান। তবে মালিঙ্গার বলে শার্দুল ঠাকুর এলবিডব্লিউ আউট হন। মুম্বাই শেষ অবধি ১ রানে জিতে চতুর্থবার আইপিএল ট্রফি ঘরে তোলে।


এদিন মুম্বাইয়ের হয়ে অনবদ্য বোলিং করেন জসপ্রীত বুমরাহ ও রাহুল চাহার। বুমরাহ ১৪ রানে ২ উইকেট নেন ও চাহার ১৪ রানে একটি উইকেট পান।


এবারের আইপিএলে কে কি পুরস্কার জিতেছেন


চ্যাম্পিয়ন : মুম্বাই ইন্ডিয়ান্স (চতুর্থবার) (২০ কোটি রুপি)


রানারআপ : চেন্নাই সুপার কিংস (সাড়ে ১২ কোটি রুপি)


ম্যান অব দ্য ফাইনাল : জসপ্রিত বুমরাহ, মুম্বাই ইন্ডিয়ান্স (৫ লাখ রুপি)


ম্যান অব দ্য টুর্নামেন্ট : আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি)


সেরা মাঠের পুরস্কার : পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং হায়দরাবাদ ক্রিকেট
অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (২৫ লাখ রুপি ভাগ করে নেবে দুই অ্যাসোসিয়েশন।


উদীয়মান খেলোয়াড় : শুভমান গিল, কেকেআর (১০ লাখ রুপি)


টুর্নামেন্ট ফেয়ার প্লে : সানরাইজার্স হায়দরাবাদ


মৌসুমের সেরা ক্যাচের পুরস্কার : কাইরন পোলার্ড, মুম্বাই ইন্ডিয়ান্স (১০ লাখ রুপি)


সেরা স্ট্রাইক রেটের পুরস্কার : আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি)


অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রহকারী) : ডেভিড ওয়ার্নার, ৬৯২ রান, সানরাইজার্স হায়দরাবাদ (১০ লাখ রুপি)


পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারী) : ইমরান তাহির, ২৬ উইকেট, চেন্নাই সুপার কিংস, (১০ লাখ রুপি)।


মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার : আন্দ্রে রাসেল, কেকেআর, (১০ লাখ রুপি)। সূত্র: ওয়ান ইন্ডিয়া


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com