শিরোনাম
ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়ের নায়ক আমব্রিস
প্রকাশ : ১২ মে ২০১৯, ০৯:০৫
ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়ের নায়ক আমব্রিস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অ্যান্ডি ব্যালবির্নির সেঞ্চুরি ম্লান করে ১৪৮ রানের নান্দনিক ইনিংস খেলে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিশ্চিত করেছেন ওপেনার সুনীল অ্যামব্রিস।


টুর্নামেন্টের চতুর্থ ও নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার ক্যারিবীয়রা ৫ উইকেটে হারায় আয়ারল্যান্ডকে। ব্যালবির্নির ১২৪ বলে ১৩৫ রানের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৭ রানের সংগ্রহ পায় স্বাগতিক আয়ারল্যান্ড।


জবাবে অ্যামব্রিসের ব্যাটিং নৈপুণ্যে ১৩ বল বাকি রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।


ডাবলিনে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড। দলীয় ১৯ রানেই প্রথম উইকেট হারায় তারা। ৫ রান করে ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলের শিকার হন ওপেনার জেমস ম্যাককোলাম।


এরপর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার পল স্টার্লিং ও তিন নম্বরে নামা ব্যালবির্নি। নিজেদের চেষ্টার সাফল্য পেয়েছেন তারা। ১৪৬ রানের জুটি গড়েন স্ট্রার্লিং-ব্যালবির্নি। আটটি চার ও দুটি ছক্কায় ৯৮ বলে ৭৭ রান করে গাব্রিয়েলের বলে থামেন স্টার্লিং।


স্টার্লিং-এর বিদায়ে উইকেটে গিয়ে তিন রানের বেশি করতে পারেননি অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। স্টার্লিংকে আউট করা শানন গ্যাব্রিয়েল শিকার করেন পোর্টারফিল্ডকেও। এর মাঝে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন ব্যালবির্নি।
তিন অংকে পা দিয়েও নিজের ইনিংসটি বড় করেছেন ব্যালবির্নি। তার সাথে ওই সময় ক্রিজে ছিলেন কেভিন ও’ব্রায়েন। ব্যালবির্নি-ও’ব্রায়েন জুটির আক্রমনাত্মক ব্যাটিংয়ের সুবাদে ৬৭ বলে ৮৪ রান পায় দল।


শেষ পর্যন্ত ১৩৫ রানে বিদায় নেন ব্যালবির্নি। ১২৪ বলের ইনিংসে ১১টি চার ও চারটি ছক্কা হাকিয়ে কার্টারের শিকার হন তিনি। মারমুখী মেজাজে ব্যাট চালিয়ে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ও’ব্রায়েনও। তিনটি করে চার-ছক্কায় ৪০ বলে ৬৩ রান করেন ও’ব্রায়েন।
শেষদিকে মার্ক আদাইয়ের ১৩ বলে দুটি চার ও একটি ছক্কায় অপরাজিত ২৫ রানের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৭ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ আইরিশদের। ক্যারিবীয় পেসার গ্যাব্রিয়েল ৪৭ রানে ২ উইকেট নেন।


৩২৮ রানের বড় টার্গেটে ৭৬ বলে ৮৪ রান যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস। আগের দু’ম্যাচেই সেঞ্চুরি করা হোপ থামেন ৩০ রানে। হোপের ফিরে যাবার পর ক্রিজে এসে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন ড্যারেন ব্রাভোও। ১৭ রানে শেষ হয় তার ইনিংস।


তবে তৃতীয় উইকেটে ১২৮ রানের বড় জুটি গড়েন অ্যামব্রিস ও রোস্টন চেজ। এরমধ্যে ৪৬ রান অবদান ছিলো চেজের। চেজের বিদায়ের আগেই ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন অ্যামব্রিস।


৮৯ বলে সেঞ্চুরির পর মারমুখী মেজাজ অব্যাহত রেখে দলের জয়ের পথ সহজ রাখেন আ্যামব্রিস। তবে ১২৬ বলে ১৯টি চার ও একটি ছক্কা হাকিয়ে ব্যক্তিগত ১৪৮ রানে বয়েড র‌্যানকিনের বলে আউট হন তিনি।


৪০তম ওভারে দলীয় ২৫২ রানে অ্যামব্রিসের বিদায়ের পর দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন জনাথন কার্টার ও অধিনায়ক জেসন হোল্ডার। কার্টার অপরাজিত ৪৩ ও হোল্ডার ৩৬ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন অ্যামব্রিস।


এই জয়ে বাংলাদেশকে পেছনে ফেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পয়েন্ট ৬। মাশরাফি বিন মুর্তজাদের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ড আছে তলানিতেই।


সোমবার বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।


সংক্ষিপ্ত স্কোর:


আয়ারল্যান্ড: ৫০ ওভারে ৩২৭/৫ (স্টার্লিং ৭৭, ম্যাককুলাম ৫, বালবার্নি ১৩৫, পোর্টারফিল্ড ৩, ও’ব্রায়েন ৬৩, অ্যাডায়ার ২৫*, উইলসন ৪*; কটরেল ১/৬৭, রোচ ০/৬২, অ্যালেন ০/১৯, গ্যাব্রিয়েল ২/৪৭, হোল্ডার ১/৫৫, নার্স ০/৩৭, চেইস ০/১৩, কার্টার ১/১৯)


ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৫ ওভারে ৩৩১/৫ (হোপ ৩০, আমব্রিস ১৪৮, ব্রাভো ১৭, চেইস ৪৬, কার্টার ৪৩*, হোল্ডার ৩৬, অ্যালেন ০*; মারটাঘ ০/৬২, অ্যাডায়ার ০/৫৭, লিটল ১/৭৮, ডকরেল ০/৫৩, র‍্যানকিন ৩/৬৫, স্টার্লিং ১/১৪)


ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী


ম্যান অব দা ম্যাচ: সুনিল আমব্রিস


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com