শিরোনাম
টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড
প্রকাশ : ০৫ মে ২০১৯, ১৭:৪৩
টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ত্রিদেশীয় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক আয়ারল্যান্ড উলভস দলের অধিনায়ক হ্যারি টেক্টর। রবিবার বিকেল পৌনে পাঁচটায় দ্যা হিলস ক্রিকেট মাঠে শুরু হয় ম্যাচটি।


ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি আয়ারল্যান্ড। আর তাই প্রস্তুতি ম্যাচ ভালো করলে দলে ডাক পাওয়ার সুযোগ আছে তাদের জন্য।


এদিকে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে এই ম্যাচে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজারা।


এই ম্যাচ চলাকালে আয়ারল্যান্ডের জাতীয় দল উইন্ডিজের বিপক্ষে লড়ছে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে। আগামী ৭ মে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।


আয়ারল্যান্ড উলভস একাদশ: হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেয়ার, জেমস ক্যামেরন-ডাও, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকেট, টাইরন কেন, নীল রক, জেমস শ্যানন, সিমি সিং, জ্যাক টেক্টর, ক্রেইগ ইয়ং।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com