শিরোনাম
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট ‘সহজ ডটকমে’
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৬:০৬
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট ‘সহজ ডটকমে’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী শুক্রবার থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ। আফগানিস্তান সিরিজের মতো এ সিরিজের ম্যাচের টিকিটও পাওয়া যাবে অনলাইন টিকেট বিক্রয় প্রতিষ্ঠান সহজ ডটকমে (www.shohoz.com)। তবে এ জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ দর্শকদের।


বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।


টিকিট কেনার জন্য ১৫ শতাংশ মূল্য সংযোজন করের সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে আরো ২৫ টাকা। সেই হিসেবে সাধারণ দর্শককে ১০০ টাকার টিকিটে গুণতে হচ্ছে ১৪০ টাকা। তবে সরাসরি টিকিট কিনলে খরচ হবে মূল্য সংযোজন করসহ ১১৫ টাকা।


আগের মতোই একটি মোবাইল নম্বর দিয়ে প্রত্যেক ম্যাচে তিনটি করে টিকিট কিনতে পারবেন ক্রিকেট ভক্তরা। টিকিট ক্রয়ের সময় মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র বা যে কোনো ফটোবিশিষ্ট পরিচয়পত্রের স্ক্যান কপি সহজ ডটকমে সরবারহ করতে হবে। এরপরে সহজ ডটকম থেকে একটি ম্যাসেজ পাবে তারা। সে ম্যাসেজ দেখিয়ে সংগ্রহ করতে হবে ম্যাচের মূল টিকিট।


রাজধানীর বেশ কিছু জুতা প্রস্তুতকারী ব্র্যান্ড লোটোর আউটলেট থেকে টিকেট সংগ্রহ করতে হবে। পেমেন্ট করার জন্য সহজ ডটকমের কাছে বিকাশ, রকেট (ডাচ বাংলা) মোবাইল ব্যাংকিং, এবং ভিসা/মাস্টার কার্ড ব্যবহার করতে হবে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com