শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে রংপুরের টার্গেট ১৭১
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:০১
বাঁচা-মরার লড়াইয়ে রংপুরের টার্গেট  ১৭১
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪১তম এবং নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে ১৭১ রানের টার্গেট দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ চারে টিকে থাকতে হলে আজকের জয়ের বিকল্প নেই রংপুরের সামনে।


রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে টপঅর্ডারের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানে করে মাশরাফির কুমিল্লা। দলের পক্ষে ওপেনার ইমরুল কায়েস সর্বোচ্চ ৫২ রান করেন। ৩৫ বলে ২টি ছয় ও ৭টি চারের সাহায্যে তিনি এই রান করেন। এছাড়া আরেক ওপেনার খালিদ লতিফ ৩৬, মরলন স্যামুয়েলস ৩০ রান করেন।


বল হাতে রংপুরের হয়ে আরাফাত সানী ও রুবেল হোসেন ২টি করে উইকেট নেন। আফ্রিদি নেন ১টি।


শনিবার বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্স জয় পাওয়ায় শেষ চারে খেলার আশা শেষ হয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আজকের ম্যাচটি তাই কুমিল্লার জন্য আনুষ্ঠানিকতা মাত্র।


তবে শেষ চারে টিকে থাকতে রংপুর রাইডার্সের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ১১ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে রংপুরকে চোখ রাঙাচ্ছে খুলনা টাইটান্স। তাই রংপুরের জন্য এই ম্যাচটি এক প্রকার বাঁচা-মরার ম্যাচ।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com