শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ দলের বিদায়
প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ০৯:১৬
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ দলের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের কাছে হেরে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ মহিলা দল। এর ফলে টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ভারত।


নেপালের বিরাট নগরের শহিদ রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ দল। এই জয়ের ফলে আগামী ২২ মার্চ একই ভেন্যুতে স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল খেলবে ভারত।


ম্যাচের ১৮, ২২ এবং ৩৭ মিনিটে গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। বাংলাদেশ বাকি একটি গোল খেয়েছে অতিরিক্ত সময়ে।


মেয়েদের ফুটবলে ভারত এ অঞ্চলে অপ্রতিরোধ্য। বাংলাদেশের জাতীয় দলটি বেশিরভাগ বয়সভিত্তিক খেলোয়াড় নিয়ে গড়া। এ দলটির পক্ষে ভারতের সঙ্গে টক্কর দেয়া কঠিন ছিল। বল দখল, পাসিং, টেকনিক, স্ট্যামিনা- সব দিকে এগিয়ে থেকেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারতের মেয়েরা।


ম্যাচের প্রথম ১৭ মিনিট বলতে গেলে একচেটিয়াই খেলেছে বাংলাদেশ। দু–দুবার কর্নার পেয়েও গোল করতে পারেনি। কিন্তু একেবারে ধারার বিপরীতে গোল খেয়ে বসে বাংলাদেশ ১৮ মিনিটে। ভারতের প্রথম কর্নার, সঞ্জুর উড়ে আসা সেটপিস থেকে প্লেসিংয়ে গোল করেন দালিমা। ঠিক গ্রুপ পর্বের নেপালের সঙ্গে হারের ম্যাচে যেভাবে জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা চাকমা, একই ভুল করলেন গুরুত্বপূর্ণ ম্যাচে।


এক গোল খেয়েই যেন মানসিকভাবে ভেঙে পড়ে বাংলাদেশ। এরপর রক্ষণ না সামলে বাংলাদেশ গিয়েছে আক্রমণে। প্রতি আক্রমণ থেকে আবারো দ্বিতীয় গোল। এবার মাঝ মাঠ থেকে লম্বা বল ধরে সঞ্জু আর ইন্দুমতি বক্সের সামনে দেয়া নেয়া করেন কিছুক্ষণ। অনায়াসেই ব্যবধান দ্বিগুণ করেন ইন্দুমতি। এরপর ৩৭ মিনিটে আবারও সেই প্রতি আক্রমণ থেকেই ৩-০ করেছেন ইন্দুমতি।


চোট থেকে ফিরে কৃষ্ণা মাঠে নামলেও খেলতে পারেননি। যা একটু খেলেছেন মণিকা চাকমা। দ্বিতীয়ার্ধে কৃষ্ণাকে তুলে মার্জিয়াকে নামালেন কোচ। আর শিউলি আজিমের জায়গা নামেন নীলুফার ইয়াসমিন নীলা। কিন্তু তারপরও ম্যাচের ভাগ্য বদল হয়নি। শুধু ৮০ মিনিটে মার্জিয়া ভারতের গোলরক্ষক অদিতি চৌহানকে একা পেয়েও গোল করতে পারেননি। ম্যাচের শেষ মিনিটে বদলি মনিষা ভারতের হয়ে করেন চতুর্থ গোল।


বিবার্তা/শাহনাজ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com