শিরোনাম
লালমনিরহাটে ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী
প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ২২:৩১
লালমনিরহাটে ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তঃবিভাগীয় ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেলে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজশাহী ডিএসএ ২-০ সেটে লালমনিরহাট ডিএসএ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।


লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের সিএসটিই অসীম কুমার তালুকদার প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


বিশেষ অতিথি ছিলেন প্রধান যন্ত্র প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মৃণাল কান্তি বণিক, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) অজয় কুমার পোদ্দার।


লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী হাবিবুর রহমান, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, সাবেক খেলোয়াড় ও অবসরপ্রাপ্ত টিটি আরশাদ আলীসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় রাজশাহী ডিএসএস ২-০ সেটে লালমনিরহাট ডিএসএ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। রাজশাহীর রাহাদুল আলম রাহাদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।


প্রতিযোগিতায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের রাজশাহী, পাকশী, সৈয়দপুর ও লালমনিরহাটসহ চারটি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন লালমনিরহাট ডিএসএর রেফারী মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রেজাউল ইসলাম, আনিছুর রহমান লাডলা, আব্দুস সাত্তার মানু।


বিবার্তা/জিন্না/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com