শিরোনাম
বার্সাকে হারিয়ে কাতালান সুপার কাপ জিরোনার
প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১৬:৫০
বার্সাকে হারিয়ে কাতালান সুপার কাপ জিরোনার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিস্টিয়ান স্তুয়ানির একমাত্র গোলে বার্সেলোনাকে হারিয়ে কাতালান সুপার কাপ জিতেছে জিরোনা।


বুধবার রাতে নোভা ক্রু আলটাতে ম্যাচে বল দখলে বার্সা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জিরোনার ক্রিস্টিয়ান স্তুয়ানি পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান।


লা লিগার সেরা দুটি কাতালুনিয়া ক্লাবকে নিয়ে আয়োজন হয় কাতালান সুপার কাপ। ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের মতো তারকাদের বিশ্রামে রেখে বার্সা দল সাজালেও শক্তিশালী দল গড়ে জিরোনা। তাতে নিজেদের প্রথম শিরোপা তারা জেতে ১-০ গোলে।


প্রতিপক্ষের মিডফিল্ডার ভালেরি ফার্নান্দেস বার্সার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে সেখান থেকে ৬৯ মিনিটে গোলটি আদায় করে নেন উরুগুয়ের স্ট্রাইকার।


২০১৪ সাল থেকে এই ফরম্যাটের কাতালুনিয়ার ফাইনাল আয়োজন হয়। যেখানে এখন পর্যন্ত চার আসরের মধ্যে বার্সা দুটি শিরোপা জিতেছে। আর এবারের জিরোনার আগে ২০১৬ সালে এসপানিওল ট্রফির উৎসব করেছিল। এই আসরে লিগে বার্সা শীর্ষে আর জিরোনার অবস্থান দশম।


এর আগে কোপা কাতালুনিয়া নামে এই টুর্নামেন্ট হতো। তখন কাতালান অঞ্চলের সকল দলকে নিয়ে খেলা মাঠে গড়াতো। তবে এখন লিগের বাইরের দলগুলো আগের টুর্নামেন্টেই খেলে।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com