শিরোনাম
ওয়ানডেতে ৫শ’তম জয় পেল ভারত
প্রকাশ : ০৬ মার্চ ২০১৯, ১৪:০৮
ওয়ানডেতে ৫শ’তম জয় পেল ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের দ্বিতীয় দল হিসেবে ওয়ানডে ক্রিকেটে পাঁচশতম জয়ের স্বাদ নিলো ভারত। মঙ্গলবার রাতে নাগপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারায় টিম ইন্ডিয়া। ওয়ানডে ফরম্যাটে এটি ভারতের ৫শ’ তম জয় ছিলো।


এর আগে ওয়ানডেতে ৫শ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ৯২৪ ম্যাচে ৫৫৮টি জয় রয়েছে অসিদের। আর ৯৬৩ ম্যাচে পাঁচ শতাধিক ম্যাচে জয়ের স্বাদ নিলো ভারত। অস্ট্রেলিয়া শতকরা জয় ৬৩ দশমিক ২০ শতাংশ। ভারতের ৫৪ দশমিক ৬৫।


অস্ট্রেলিয়া-ভারতের পর ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পেয়েছে পাকিস্তান। ৯০৭ ম্যাচে তাদের জয় ৪৭৯টি। চতুর্থস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৯৩ ম্যাচে ৩৯০টি জয় রয়েছে ক্যারিবীয়দের।


এদিকে সবচেয়ে বেশি ওয়ানডে হারের (৪১৪ ম্যাচ) রেকর্ডটিও আবার ভারতের।


এছাড়া আরো একটি নজির দেখা গেল। গত সাত বছরের মধ্যে ওয়ানডেতে ভারত যে তিনটি মাইলফলকের জয় পেয়েছে, তার প্রতিটিতে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। শুধু কী তাই, হয়েছেন ম্যাচসেরাও!


ভারতের ৫০০তম ওয়ানডে ম্যাচ জয়ে সেঞ্চুরি করেন অধিনায়ক কোহলি। ১২০ বলে ১১৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। হয়েছেন ম্যাচসেরা।


চার বছর আগে ২০১৫ সালে ভারত সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে সেঞ্চুরি (১৩৮) করেছিলেন কোহলি। সেটি ছিল ভারতের ৪৫০তম ওয়ানডে জয়ের ম্যাচ। আর সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছিলেন কোহলি।


ভারত তাদের ওয়ানডে ইতিহাসে ৪০০তম জয়ের মুখ দেখেছে ২০১২ সালে। সেবার শ্রীলঙ্কা সফরে গিয়ে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১২৮ রানের ইনিংস খেলেন কোহলি। ওই ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় ভারত আর ম্যাচসেরা হন সেই কোহলিই।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com