শিরোনাম
আইপিএলে নাক গলাবে না আইসিসি
প্রকাশ : ০৬ মার্চ ২০১৯, ০৯:২৬
আইপিএলে নাক গলাবে না আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাক গলাবে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


বিশ্ব জুড়ে অনুষ্ঠিত সব টি-টোয়েন্টি লিগের জন্য একটা নির্দিষ্ট নিয়ম চালু করতে চায় আইসিসি। দুবাইতে আইসিসি-র কোয়ার্টারলি বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। সব লিগগুলোতে নজরদারি করতে 'ওয়াচডগ' নিয়োগের পরিকল্পনার কথাও বৈঠকে জানায় আইসিসি। তখনই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-এর পক্ষ থেকে বলা হয়, আইপিএল হল ভারতের একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। আর এই টুর্নামেন্টের সঙ্গে আইসিসি-র কোনো যোগাযোগ নেই।


এরপরেই সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সিইও ডেভ রিচার্ডসন এক বিবৃতিতে জানান, আমরা কয়েকটি ভালো মানের টি-টোয়েন্টি লিগ পেয়েছি। যার মধ্যে আইপিএল একটি। আইপিএলকে নিয়ন্ত্রণ করতে চায় না আইসিসি। বিশ্ব জুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগ যাতে একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে সেটাই আমাদের প্রাথমিক উদ্দেশ্য।


তিনি বলেন, মিডিয়াতে যে ব্যাখ্যা দেয়া হচ্ছে সেটা ঠিক নয়। আইসিসি, আইপিএল নিয়ন্ত্রণ করতে চায়-বিষয়টা ঠিক নয়। নতুন নিয়মের ক্ষেত্রে নেতৃত্ব দেবে ওয়ার্কিং গ্রুপ। আইসিসি-র ছয় সদস্যের ওয়ার্কিং গ্রুপের অন্যতম সদস্য হলেন বোর্ড সিইও রাহুল জোহরি। সূত্র: জি নিউজ


বিবার্তা/মনন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com