শিরোনাম
বাজে খেলার তালিকায় রিয়াল দ্বিতীয়
প্রকাশ : ০৫ মার্চ ২০১৯, ২১:৪৯
বাজে খেলার তালিকায় রিয়াল দ্বিতীয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রিয়াল মাদ্রিদের ইতিহাসে চলতি মৌসুমটা ভুলে যাওয়ার মতো একটি মৌসুম হতে যাচ্ছে। একের পর এক ব্যর্থতা ঘিরে ধরছে স্প্যানিশ জায়ান্ট দলটিকে। অবস্থা এতই খারাপ হয়েছে যে, ম্যাচে বাজে পারফরম্যান্সের তালিকায় তাদের ওপরে শুধুই জার্মান ক্লাব শালকে। হার ও ম্যাচে গোল না পাওয়ার ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে।


রিয়াল সর্বশেষ ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোর ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ১-০ গোলে হেরেছে। ফলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩তম পরাজয় দেখলো বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। যার শুরুটা হয়েছিল ইউরোপিয়ান সুপার কাপে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরে।


বর্তমান কোচ সান্তিয়াগো সোলারি অবশ্য এই মৌসুমে সব ম্যাচের দায়িত্বে ছিলেন না। তবে মজার ব্যাপার আগের কোচ জিনেদিন জিদান তার দুই মৌসুম মিলিয়ে ১৩টি থেকেও একটি ম্যাচ কম হেরেছে।


২০১৭/১৮ মৌসুমে দারুণ সময় কাটানো শালকে এই মৌসুমে বাজে সময়ের মধ্যদিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচ খেলে ১৫টিতে হেরেছে। আর রিয়াল ৪৪ ম্যাচের ১৩টি পরাজয় বরণ করেছে। তৃতীয় স্থানে থাকা ইতালিয়ান ক্লাব রোমা ৩৫ ম্যাচ খেলে ১০টিতে হেরেছে। আর এই তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে পিএসজি। ৩৭ ম্যাচে তারা মাত্র দুটিতে হেরেছে।


এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে চলে যাওয়ার পর দলে গোল দেয়ার হার কমেছে অনেক। এই মৌসুমে দলটি ১০টি ম্যাচে কোনো গোলই করতে পারেনি। জিদানের সময় দুই মৌসুমে মোট ছয়টি ম্যাচে গোল করতে পারেনি লা গ্যালাকটিকোরা।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com