শিরোনাম
বিজেপিতে যোগ দিলেন রিভাবা জাদেজা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৯, ১৯:২১
বিজেপিতে যোগ দিলেন রিভাবা জাদেজা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা রাজনীতিতে যোগ দিয়েছেন। গুজরাটের জামনগরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনীতিতে স্বাগত জানায়। বিভাবার বিজেপিতে যোগ দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অনেক মন্ত্রী ও সাংসদ।


গত এক বছরে যথেষ্ট বিতর্ক ছড়িয়েছেন জাদেজা-পত্নী। সবার আগে খবরে আসেন জামনগরের এক পুলিশ কনস্টেবলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে। বেপরোয়া গাড়ি চালিয়ে জামনগর পুলিশ স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা সেই কনস্টেবলের মোটরসাইকেলে ধাক্কা মেরেছিলেন রিভাবা। সে দুর্ঘটনায় চোট পেয়ে হাসপাতালেও ভর্তি হন পুলিশের সেই সদস্য।


আনুষ্ঠানিকভাবে গত বছরের অক্টোবরে রাজনীতিতে আসেন রিভাবা জাদেজা। গুজরাট ও রাজস্থানের রাজনৈতিক দল করনি সেনার মহিলা দলের প্রধান হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেখান থেকেই যোগ দিলেন বিজেপিতে। শোনা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে তাকে জামনগর থেকে বিজেপির মনোনয়ন দেয়া হবে।


সোমবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জামনগর সফরে আসার কথা। সেখানে কয়েকটি বড় প্রকল্পের উদ্বোধন করার কথা তার। এর ঠিক আগের দিনই বিজেপিতে যোগ দিলেন রিভাবা। বিজেপি অবশ্য দারুণ খুশি জাদেজার স্ত্রী দলে আসায়। দলের জামনগর শাখার সভাপতি জানিয়েছেন, রিভাবা আসার ফলে দলের শক্তি বাড়বে।


২০১৬ সালে জাদেজাকে বিয়ে করেন রিভাবা। তারা এক কন্যার সন্তানের জনক-জননী। এমনিতে জাদেজার শহর জামনগরেই বাস করেন রিভাবা, কিন্তু রাজকোটেও মাঝেমধ্যে থাকতে হয় তাকে। সেখানে জাদেজার একটি রেস্তোরাঁ আছে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে জাদেজাকে। সিরিজের প্রথম ম্যাচে জাদেজার বোলিংয়ের প্রশংসা ঝরেছে অধিনায়ক বিরাট কোহলির কণ্ঠে। তবে ভারতের বিশ্বকাপের স্কোয়াডে জাদেজা সুযোগ পাওয়া নিয়ে সন্দেহ আছে।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com