শিরোনাম
আইপিএলে নজরদারি করতে পারবে না আইসিসি: বিসিসিআই
প্রকাশ : ০৪ মার্চ ২০১৯, ১০:১৬
আইপিএলে নজরদারি করতে পারবে না আইসিসি: বিসিসিআই
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাক গলাতে পারবে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।


আইপিএলসহ সব বেসরকারি টি২০ লিগের ওপর নজরদারি করতে চায় আইসিসি। তবে সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে বিসিসিআই।


জানা গেছে, আইপিএল-সহ সব ব্যক্তিগত উদ্যোগের টি২০ লিগকে একই নিয়মকানুনের মধ্যে আনতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। সেই কারণে 'ওয়াচডগ' হিসেবে কাউকে নিযুক্ত করতে চায় তারা। এই কাজে আইসিসি-র চিফ অপারেটিং অফিসার আইয়েন হিগিনস এবং মিডিয়া রাইটস হেড আরতি সিং ডাবাস একটি ইভেন্টস স্যাংশনিং গ্রুপ তৈরি করতে চেয়েছিল। কিন্তু আইপিএল-এ নজরদারির প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছে বিসিসিআই।


ভারতীয় ক্রিকেট বোর্ডের বক্তব্য, 'আইপিএল সম্পূর্ণ ভাবে ভারতীয় ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। এর সঙ্গে আইসিসি-র কোনও সম্পর্ক নেই। ঠিক যেমন রঞ্জি ট্রফি।' সূত্র: ইন্ডিয়ান টাইমস


বিবার্তা/মনন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com