শিরোনাম
১ম ইনিংসের পথেই হাঁটছে বাংলাদেশ
প্রকাশ : ০২ মার্চ ২০১৯, ১১:০৪
১ম ইনিংসের পথেই হাঁটছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইনিংস ব্যবধানে হার এড়াতেও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে টাইগারদের। কিন্তু প্রথম ইনিংসের পথেই হাঁটছে বাংলাদেশ। হ্যামিল্টন টেস্টে আগের ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১২৬ রানের নান্দনিক ইনিংস খেলেন তামিম ইকবাল। যা দলের হয়ে সর্বোচ্চ স্কোর। বাকিরা হন চরম ব্যর্থ। ওয়েগনার ৫ উইকেট নিয়ে সফরকারীদের গুঁড়িয়ে দেন।


পরে নিজেদের টেস্ট ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৭১৫/৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এতে ৪৮১ রানের লিড নেয় কিউইরা। তাদের হয়ে সর্বোচ্চ ২০০ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। এটি তার লংগার ভার্সন ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ১৬১ রানের অনিন্দ্যসুন্দর ইনিংস খেলেন টম লাথাম। এছাড়া ১৩২ রানের ঝলমলে ইনিংস খেলেন জিত রাভাল। মিরাজ-সৌম্য নেন ২টি করে উইকেট।


৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় আশা জাগানিয়া। টাইগারদের স্বস্তির শুরু এনে দেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। প্রথম ইনিংসে যেখানে থামেন, সেখান থেকেই শুরু করেন তামিম। পথিমধ্যে ফিফটি তুলে নেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন সাদমান। তিনিও ফিফটির পথে এগিয়ে যান।


তবে পারেননি এ ওপেনার। ক্ষণিকেই ভাঙে তার ধৈর্যের বাঁধ। নিল ওয়েগনারের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে দেন সাদমান। ফেরার আগে করেন ৫ চারে ৩৭ রান। এর জের না কাটতেই বোল্টের শিকার হয়ে দ্রুত মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন ফিরলে চাপে পড়ে সফরকারীরা। হারিয়েছে তামিমের দামি উইকেটটি। বিনা উইকেটে ৮৮ থেকে তাৎক্ষণিক স্কোর হয়ে যায় ১৫৩/৪।


বিবার্তা/মনন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com