শিরোনাম
কাবাডি বিশ্বকাপ থেকে পাকিস্তানকে ছাঁটাই
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:৩৭
কাবাডি বিশ্বকাপ থেকে পাকিস্তানকে ছাঁটাই
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্পর্কের চরম অবনতির কারণে আসন্ন কাবাডি বিশ্বকাপে পাকিস্তানকে বাধ দিয়েই আসরের প্রস্তুতি নিচ্ছে ভারত৷ আগামী ৭ অক্টোবর আমেদাবাদে এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসতে চলেছে৷ প্রতিযোগিতা চলবে ২২ অক্টোবর পর্যন্ত৷


প্রতিবারের মতো এবারেও ভারত-পাকিস্তান কাবাডি লড়াইয়ের উত্তেজনা ছিল তুঙ্গে৷ তবে গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে একটি সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। তার পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। যার ফলে পাকিস্তানকে বাদ দিয়েই প্রতিযোগিতার আয়োজন করছে ভারত৷


আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রধান দেওরাজ চতুর্বেদী সংবাদ সংস্থা এএফপিকে বলেন, এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোনোভাবেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া ঠিক হবে না৷


তবে এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান কাবাডি ফেডারেশনের প্রধান রানা মহম্মদ সারওয়ার৷ তিনি জানিয়েছেন, ‘পাকিস্তানকে বাদ দিয়ে কাবাডি বিশ্বকাপ হওয়া মানে ব্রাজিলকে বাদ দিয়ে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা৷’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com