শিরোনাম
আইডিভিআই ম্যারাথনে অংশ নিচ্ছেন বাংলাদেশের জিয়াউর
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪০
আইডিভিআই ম্যারাথনে অংশ নিচ্ছেন বাংলাদেশের জিয়াউর
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের নয়াদিল্লীতে বসছে ম্যারাথন আসর। দেশটির আইডিভিআই ম্যারাথনে অংশ নিচ্ছেন বাংলাদেশের চাঁদপুর জেলা জিয়াউর রহমান।


রবিবার ভারতের নয়াদিল্লীতে বসতে যাওয়া সব চেয়ে বড় ম্যারাথন আসর এটি। আইডিআই ফেডারেল লাইফ ইন্সুরেস ম্যারাথন এবারে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন জিয়াউর রহমান। ইতিমধ্যেই এই দৌড়বিদ ভারতে চলে গেছেন।


বাংলাদেশ দৌড় সংগঠন বিড়ি রার্নালের একজন নিয়মিত সদস্য তিনি। গত বছর টাটা স্টিল কলকাতা ২৫ কিলোমিটার আন্তর্জাতিক ম্যারাথন অংশগ্রহণ করে মেডেল অর্জন করেছেন। বাংলাদেশ এ পর্যন্ত ৩টি ম্যারাথন অংশগ্রহণ করে মেডেল জয় করেন।


তার ইচ্ছে ও স্বপ্ন ম্যারাথন অংশগ্রহণের ম্যাধ্যমে বিশ্বে বাংলাদেশের পতাকা উঁচু করে তুলে ধরা।


দৌড়বিদ জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করে প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এমবিএ সম্পন্ন করেন। তিনি এখন শেল্টার প্রোপাটিজ সলিউশনের সিইও হিসেবে চাকরি করছেন। জিয়াউর রহমান চাঁদপুরের হাইমচরের উওর আলগী গ্রামে জন্মগ্রহণ করেন।


বিবার্তা/ইমরান/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com