শিরোনাম
ম্যানইউকে হারিয়ে পিএসজির রেকর্ড
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০
ম্যানইউকে হারিয়ে পিএসজির রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ম্যানচেস্টার ইউনাইডের ঘরের মাঠে ইতিহাস গড়ল প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার রাতে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লিগ ওয়ানের দলটি। এতে প্রথম ফ্রেঞ্চ ক্লাব হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের অনন্য কীর্তি গড়েছে টমাস টুখেলের শিষ্যরা।


ম্যানইউ’র বিপক্ষে প্রথম লেগে দুই তারকা নেইমার ও এডিনসন কাভানির অনুপস্থিতিতে প্রথমার্ধে ধুঁকতে দেখা গেলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে নিজেদের মেলে ধরে সফরকারীরা।


ওলে গানার সোলসকায়েরের অধীনে ইউনাইটেডের প্রথম হার এটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল রেড ডেভিলরা। যার মধ্যে ১০টিতেই জিতেছিল ম্যানইউ। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে ছন্দপতন।


ইংলিশ দলটির বিপক্ষে প্রেসেনেল কিম্পেম্বের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে।


আগামী ৬ মার্চ ফিরতি লেগে পিএসজির মাঠে পল পগবাকে ছাড়াই খেলতে হবে ইউনাইটেডকে। কারণ ম্যাচের শেষ দিকে দানি আলভেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যান ইউ তারকা।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com