শিরোনাম
কোহালির হাত ধরে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় ভারতের
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৯, ১৪:১১
কোহালির হাত ধরে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় ভারতের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিরাট কোহালির হাত ধরে এবার সেই অধরা ইতিহাস ছুয়েছে ভারতীয় ক্রিকেট। ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরছে ভারত। সিডনিতে বৃষ্টিতে ম্যাচ ড্র হওয়ার সাথে সাথে ২-১ ফলাফলে সিরিজ জিতে নিল ভারত।


শুধু তাই নয়, এশিয়ার প্রথম দল হিসেবেও অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জিতল ভারত।


চার ম্যাচের সিরিজে অ্যাডিলেইড টেস্ট এবং মেলবোর্নে টেস্টে জয় পায় ভারত। এগিয়ে থাকা ভারত সিডনিতে ড্র করে উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার ইতিহাস গড়লো। অবসান হলো তাদের ৭১ বছরের অপেক্ষার।


সিডনিতে প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে চেতেশ্বর পুজারা আর প্যান্টের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬২২ রান সংগ্রহ করে ভারত। জবাবে, কুলদীপ যাদবের স্পিন জাদুতে ৩০০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৩২২ রানে পিছিয়ে থাকা অজিরা ফলোঅনে ব্যাট করতে নেমে মাত্র চার ওভার খেলা চালিয়ে যেতে পারে।


এরপর পঞ্চম দিনে বৃষ্টির কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি। যার জন্য অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুই অধিনায়ক মিলে ড্র’ এর সিদ্ধান্ত নেন।


ড্র হওয়া সিডনি টেস্টে প্রথম ইনিংসে ১৯৩ রান করা চেতেশ্বর পুজারার হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার। চার ম্যাচের সিরিজে তিনটি সেঞ্চুরি আর এক অর্ধশতকে সিরিজ সেরার পুরস্কারও জেতেন এই ব্যাটসম্যান।


সংক্ষিপ্ত স্কোর:


ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলো অন) (আগের দিন শেষে ৬/০) ৪ ওভারে ৬/০ (খাওয়াজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)
ফল: ড্র
সিরিজ: চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ভারত
ম্যান অব দা ম্যাচ: চেতেশ্বর পুজারা
ম্যান অব দা সিরিজ: চেতেশ্বর পুজারা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com