শিরোনাম
টি-২০ বিশ্বকাপ: বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৯, ১০:৫৪
টি-২০ বিশ্বকাপ: বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২০ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ ও শ্রীলংকা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে জানানো হয়, বাছাই পর্বের মাধ্যামে মূল আসরে খেলতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে।


সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আইসিসি টি-২০ র‌্যাংকিং-এর ১৬ দলের মধ্যে শীর্ষ আটটি সরাসরি খেলবে গ্রুপ পর্বে। বাকি আট দল খেলবে বাছাই পর্ব। বাছাই পর্ব থেকে শীর্ষ চার দল সুযোগ পাবে সরাসরি পর্বে খেলার। এরপর ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্রপ পর্বের ম্যাচ। তখন দু’টি গ্রুপে বিভক্ত হবে ১২টি দল।


আইসিসি টি-২০ র‌্যাংকিং-এ শীর্ষে আট এ অবস্থান করায় বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।


এই তালিকায় নবম থেকে ১৭তম স্থান পর্যন্ত আছে শ্রীলংকা, বাংলাদেশ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, হংকং, ওমান ও আয়ারল্যান্ড। তাই এই দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হবে।


সরাসরি বিশ্বকাপ খেলতে না পারার খবরে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।


তিনি বলেন, এটা হতাশাজনক যে আমরা সরাসরি খেলতে পারছি না। কিন্তু বাছাই পর্ব পার করে টুর্নামেন্টের মূলপর্বেও ভালো খেলার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। আমাদের দিনে যে কাউকে হারানোর সামর্থ্য আমরা রাখি এবং টুর্নামেন্টে ভালো না করার কোন কারণ দেখছি না।


তিনি আরো বলেন, বিশ্বকাপের আগে আমাদের হাতে বেশ সময় অছে। এই সময়ে আমাদের সেরা ব্যবহারই করতে হবে। খুব বেশদিন হয়নি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে আমরা টি-২০ সিরিজ জিতেছি। ওই সিরিজ জয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে যে আমরাও ২০ ওভারের ক্রিকেটে ভালো খেলতে পারি।


২০২০ সালে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com