শিরোনাম
সাকিবকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা আইসিসির
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:০২
সাকিবকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা আইসিসির
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাঠে আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হচ্ছে ডিমেরিট পয়েন্টও।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করে।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওই ম্যাচের ১৪তম ওভারে ঘটে এই ঘটনা। একটি ডেলিভারিকে ওয়াইডের সংকেত না দেয়ায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্ট্রাইকিং প্রান্তে থাকা সাকিব। এ সময় বেশ কিছুক্ষণ আম্পায়ারের সঙ্গে তাকে কথাও বলতে দেখা যায়।


সাকিবের এমন আচরণে আইসিসির আইনের ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ করেন ম্যাচে দায়িত্বরত দুই অনফিল্ড আম্পায়ার সৈকত শরফুদ্দৌলা ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।


ম্যাচ শেষে সাকিব অবশ্য তার বিরুদ্ধে আসা অভিযোগ স্বীকার করে নেন। এতে অল্প শাস্তিতেই এই যাত্রায় বেঁচে যান তিনি। এমিরেটস আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের পক্ষে জেফ ক্রোর কাছে সাকিব দোষ স্বীকার করে নিলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।


আইসিসির লেভেল-১ আচরণবিধি ভঙের দায়ে সাকিবকে ম্যাচ ফির ১৫ শতাংশ ও ১ ডিমেরিট পয়েন্ট জরিমানা করা হয়েছে। চলতি বছর এ নিয়ে সাকিব দুটি ডিমেরিট পয়েন্ট পেলেন। আগেরটি পেয়েছিলেন গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে সেই আগুনে ম্যাচে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com