শিরোনাম
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৯
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমৃদ্ধ স্কোর বোর্ড গড়ার লক্ষ্য নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ৪ উইকেট পড়লেও রানের চাকা সচল রেখেছেন অধিনায়ক সাকিব আল হাসান।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯। ১ রান নিয়ে আবু হায়দাররনি এবং ১০ রান নিয়ে ব্যট করছেন মেহেদী হাসান মিরাজ।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতে ওশানে থমাসের ওভারে ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন ওপেনার তামিম ইকবাল। মিড অফে ঠিকমতো নাগাল না পাওয়ায় হাতে বল জমাতে পারেননি কার্লোস ব্র্যাথয়েট।


কট্রেলের পরের ওভারে অবশ্য আর থিতু হননি তামিম। শর্ট বলে পুল করতে গেলে বল টপ এজ হয়ে সেই মিড অফেই জমা পড়েন ব্র্যাথওয়েটের হাতে। তামিম ফেরেন ৫ রান করে।


পরের ওভারে সেই শর্ট বলেই বিপদ ডেকে আনেন আরেক ওপেনার লিটন দাস। এবার থমাসের বলে এগিয়ে এসে পুল করতে গিয়ে ঠিক একই জায়গায় ব্র্যাথওয়েটকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। বিদায় নেন ৬ রানে। পরে নামা সৌম্য সরকারও ছিলেন তামিম-লিটনদের অনুসারী। মেরে খেলার নেশায় সেই শর্ট বলেই ধরাশায়ী হন কট্রেলের বলে। পুল করতে গিয়ে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। টপ এজ হলে মিড উইকেটে ক্যাচ নেন পাওয়েল। সৌম্য বিদায় নেন মাত্র ৫ রান করে।


দ্রুত তিন ব্যাটসম্যান ফিরলেও রানের চাকা সচল ছিলো বাংলাদেশের। তবে উইকেট বিলিয়ে দেওয়ার মানসিকতায় বিপদ আরও বাড়িয়ে যান মুশফিকুর রহিম। দলীয় ৪৮ রানে পয়েন্টে বল ঠেলে দৌড় দিলেও মাঝপথে দ্বিধায় ছিলেন সিঙ্গেল নিতে গিয়ে। আর সেই দ্বিধাই কাল হয়ে দাঁড়ায়। সরাসরি থ্রোতে তাকে রান আউট করে দেন রোভম্যান পাওয়েল।


প্রথম পাওয়ার প্লের ভেতরে ৪ উইকেট পড়ে যাওয়ার পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব। ২৫ রান আসা এই ‍জুটি ভাঙে মাহমুদউল্লাহ খোঁচা মারতে গেলে। ১১তম ওভারে কট্রেলের বল খোঁচা মারতে গেলে ক্যাচ লুফে নেন কিপার। শুরুতে আম্পায়ার আউট দিলেও থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় ছিলেন। সেখান থেকেও মেলেনি কোনও সুসংবাদ। অপর প্রান্ত আগলে খেলতে থাকেন সাকিব। রানের চাকা সচল রেখে ব্যাট করছেন ৩৯ রানে।


ওয়ানডে, টেস্ট সিরিজ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটেও জয়ের লক্ষ্য বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com