শিরোনাম
হাবিবুলকে স্পর্শ করলেন মাশরাফি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৮, ১৩:২৬
হাবিবুলকে স্পর্শ করলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়ে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে ৬৯ ম্যাচে নেতৃত্ব প্রদানকারী অধিনায়ক হাবিবুল বাশার সুমনের রেকর্ড র্স্পশ করেছেন ম্যাশ।


২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন হাবিবুল। মঙ্গলবারের ম্যাচটি ছিল বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাশরাফির ৬৯তম ওয়ানডে।


এর আগে প্রথম ওয়ানডেতে মাশরাফি ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন। পরিসংখ্যানে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি। অনেকের মতে, নেতৃত্বগুণেও সেরা তিনি। তবে মাশরাফি নিজে বরাবরই বাংলাদেশের সেরা অধিনায়ক মনে করেন হাবিবুলকে।


অধিনায়ক হিসেবে সাফল্যে বাংলাদেশের সবাইকে মাশরাফি ছাড়িয়ে গেছেন বেশ আগেই। ৬৮ ওয়ানডেতে অধিনায়ক মাশরাফির জয় ৩৯টি। ৬৯ ম্যাচে হাবিবুলের জয় ছিল ২৯টি। সাকিব আল হাসানের নেতৃত্বে ৫০ ম্যাচে জয় এসেছে ২৩টি, ৩৭ ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিমের জয় ১১টি।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচই খেললে শেষ ওয়ানডেতে ধরা দেবে আরো দুটি মাইলফলক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার পর বাংলাদেশের হয়ে ২০০ ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটারও হবেন মাশরাফি।


একই সাথে নেতৃত্বের রেকর্ডে ছাড়িয়ে যাবেন হাবিবুলকে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com