শিরোনাম
ওয়াংখেড়ে বিতর্ক থেকে মুক্ত শাহরুখ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১১:০০
ওয়াংখেড়ে বিতর্ক থেকে মুক্ত শাহরুখ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে ওয়াংখেড়ে বিতর্ক থেকে মুক্তি পেলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড বাদশা শাহরুখ খান৷ মুম্বাই পুলিশের ছাড়পত্র পেয়ে গেলেন শাহরুখ। এখন থেকে মুম্বাইয়ের এই স্টেডিয়ামে ঢুকতে কোনও বাধা রইলো না কিং খানের৷


চার বছর আগে ওয়াংখেড় স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং মু্ম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ শেষে নিজের দলবল নিয়ে মাঠে নেমে পড়েন বলিউড বাদশা৷ আর তখনই এক নিরাপত্তাকর্মীর সঙ্গে প্রবল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নাইটদের মালিক।


এরপর মুম্বাইয়ের এক ক্রিকেট সমর্থক স্থানীয় আদালতে শাহরুখের বিরুদ্ধে মামলা করেছিলেন। জনৈক ওই দর্শকের অভিযোগ ছিল শাহরুখ নাকি ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন৷


এদিকে মুম্বাই পুলিশকে দেয়া বয়ানে শাহরুখ জানিয়েছেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জেতার পর তার ছেলেমেয়েরা এবং কয়েকজন বন্ধু মাঠে ঢুকতে গেলে এক নিরাপত্তাকর্মী অনৈতিকভাবে বাধা দেন।


শাহরুখের দাবি, তিনি ওই নিরাপত্তা কর্মীকে শুধু বলেছিলেন, তার সন্তানদের গায়ে যেন হাত না দেয়া হয়।মঙ্গলবার মুম্বাই মেট্রোপলিটান আদালত জানিয়েছে, শাহরুখের আচরণ অপরাধমূলক ছিল না। ফলে ওয়াংখেড়ে ইস্যুতে শেষ পর্যন্ত জয় পেলেন নাইট কর্তা৷


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com