শিরোনাম
তাইজুলের শিকার হয়ে সাজঘরে তিরিপানো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১০:৪০
তাইজুলের শিকার হয়ে সাজঘরে তিরিপানো
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের ৫২২ রানের জবাবে তৃতীয় দিনে ব্যাট হাতে মাঠে নামে জিম্বাবুয়ের নাইটওয়াচম্যান ডোনাল্ড তিরিপানো ও ব্রায়ান চারি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা শুরু হয়েছে।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৪০ রান করেছে জিম্বাবুয়ে। ব্রায়ান চারি (১৭*) রান এবং ব্রেন্ডন টেলর (০*) রান নিয়ে ব্যাট করছে।


ফলোঅন এড়াতে এখনো ৩২৩ রান করতে হবে জিম্বাবুয়েকে। আর জয় পেতে বাংলাদেশের নিতে হবে আরো ১৯ উইকেট। এজন্য তৃতীয় দিনের প্রথম সেশনকে মহাগুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিকুর রহিম।


দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, আমার মনে হয় খুব সহজেই জয় আসবে। আমাদের বোলারদের অনেক কাজ বাকি আছে। কারণ আমাদের দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেট নিতে হবে। র্ততীয়দিনের প্রথম সেশনটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম সেশনটা কাজে লাগাতে পারলে অবশ্যই ভালো কিছু হবে।


দ্বিতীয় দিনে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।


জবাবে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ২৫ রান।


বিবার্তা/জহির


>> মুশফিকের ব্যাটে ভর করে ৫২২ রানে ইনিংস ঘোষণা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com