শিরোনাম
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রস্তুতি শুরু
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৮, ১২:৩৯
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রস্তুতি শুরু
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিলেট টেস্টে হারের ক্ষত এখনো শোকায়নি। হতাশায় মোড়ানো সেই পারফরম্যান্স এখনো বিস্মৃতি হয়ে আছে মাহমুদউল্লাহদের। তবে টাইগার ক্রিকেটারদের প্রতিভা বা সামর্থ নিয়ে প্রশ্ন তোলার মানুষ খুব একটা পাওয়া না গেলেও, মানসিক শক্তিতে কতোটা এগিয়ে আছে সেটাই দ্বিতীয় টেস্টে দেখার বিষয়।


সেই কষ্ট বুকে চাপা দিয়ে ঘুর দাঁড়ানোর প্রত্যয় নিয়ে রবিবার মাঠে নামছেন টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলাটি হবে চিরচেনা মিরপুর স্টেডিয়ামে।


‘আন্ডারডগ’ জিম্বাবুয়েকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজে সমতা আনতে দৃঢ়প্রত্যয়ী মাহমুদউল্লাহরা। তাই প্রথম ম্যাচের হারের ধকল কাটিয়ে মানসিকভাবে চাঙ্গা হওয়ার লক্ষ্যে ঢাকায় ফিরে বৃহস্পতিবার বিশ্রামেই কাটিয়েছেন ক্রিকেটাররা।


আজ দুপুরেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি। সবুজ ঘাসের ওপর ঘাম ঝরাবেন মাহমুদউল্লাহ-মুশফিক-মমিনুলরা।


এদিকে সিলেট টেস্টে তামিম-সাকিবের অভাব ভালোমতোই টের পেয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই দ্বিতীয় টেস্টে তামিমকে দলে অন্তর্ভুক্তির বিষয়টি জোরালোভাবে ভাবা হচ্ছিল। তবে চোটাক্রান্ত তামিমের না খেলার সম্ভাবনাই বেশি। যদিও গত তিন দিন ধরে তিনি নেটে ঘাম ঝরাচ্ছেন।


অন্যদিকে সিলেটে প্রথম টেস্টে অসাধারণ জয় পাওয়া জিম্বাবুয়ে ক্রিকেট দলও বিশ্রাম করেছে বৃহস্পতিবার। ঢাকা টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ দলের আগেই শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে গেছে সফরকারীদের অনুশীলন।


বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে জুমার নামাজের পর।


উল্লেখ্য, সিলেট টেস্টে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ রানে ধরাশায়ী হয়। স্পিন সহায়ক পিছে জিম্বাবুয়ের বোলারদের ঘূর্ণিতে কাবু হন টাইগার ব্যাটসম্যানরা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com