শিরোনাম
জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ ১২ নভেম্বর শুরু
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ২০:৪২
জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ ১২ নভেম্বর শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাইফ পাওয়ার ব্যাটারি ৪৪তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ আগামী ১২ নভেম্বর শুরু হচ্ছে । ম্যাচগুলো জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে অনুষ্ঠিত হবে।


বিভিন্ন বিভাগ, জেলা, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত খেলোয়াড়, ২১০০ এর উপর ও ২২০০ এর কম রেটিংপ্রাপ্ত দাবাড়ু, জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ওপেন ও বালিকা চ্যাম্পিয়নরা এ অাসরে অংশগ্রহণের সুযোগ পাবেন। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৭ দিনব্যাপী এ আসর অনুষ্ঠিত হবে ।


অংশগ্রহণে আগ্রহীদের স্ব-স্ব বিভাগ, জেলা ও সংস্থার পত্র, বাছাই প্রতিযাগিতার প্রমাণপত্র এবং এন্ট্রি ও রেজিস্ট্রেশন ফিসহ ১০ নভেম্বর মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে।


উল্লেখ্য, এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ ১০ জন খেলোয়াড় ৪৪তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন । এর পর গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, গতবারের জাতীয় দাবার খেলোয়াড়, ২২০০ এর উপর রেটিংপ্রাপ্ত খেলোয়াড় এবং জাতীয় মহিলা চ্যাম্পিয়ন সরাসরি জাতীয় ‘এ’ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সূত্র : চেসবিডিডটকম


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com