শিরোনাম
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ১৪:০২
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টানা তৃতীয় ম্যাচে টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। আগের ম্যাচের মতো এদিনই আগে ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।


জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ শুক্রবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে টিম বাংলাদেশ। আগের টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে ফেলেছে টাইগাররা। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দিতে চায় বাংলাদেশ। আর ভুল-ত্রুটি শুধরে হারের বৃত্ত ভাঙার লক্ষ্য জিম্বাবুয়ের।


চলতি সিরিজে একতরফা ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ২৮ রানে জয় পায়। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৭ উইকেটে উড়িয়ে দেয় টাইগাররা।


প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু আজ মূল লক্ষ্য হোয়াইটওয়াশ হলেও যেহেতু নিয়মরক্ষার ম্যাচ, তাই স্কোয়াডে থাকা বেশ কিছু ক্রিকেটারকেই এদিন ‘বাজিয়ে দেখার’ চিন্তায় টিম ম্যানেজমেন্ট।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় টাইগাররা।


বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।


সম্ভাব্য একাদশ:


১. লিটন কুমার দাস


২. ইমরুল কায়েস


৩. ফজলে মাহমুদ রাব্বি/সৌম্য সরকার/নাজমুল হোসেন শান্ত


৪. মুশফিকুর রহিম


৫. মোহাম্মদ মিথুন


৬. মাহমুদুল্লাহ রিয়াদ


৭. মেহেদি হাসান মিরাজ/আরিফুল হক


৮. মোহাম্মদ সাইফুদ্দিন


৯. মাশরাফি বিন মর্তুজা


১০. মুস্তাফিজুর রহমান/আবু হায়দার রনি


১১. নাজমুল ইসলাম অপু


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com