শিরোনাম
আরো একটি রেকর্ড গড়লেন ক্রিস গেইল
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৮, ২০:৪৭
আরো একটি রেকর্ড গড়লেন ক্রিস গেইল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিস গেইল মাঠে নেমেছেন মানেই রেকর্ড হবে। তার ব্যাট থেকে প্রায়ই টুকটাক রেকর্ড হতেই থাকে। বিশেষ করে ক্রিকেটের টি-টুয়েন্টি ফরম্যাটে। তিনি এক কথায় ‘কিং অফ টি-টুয়েন্টি’।


গতরাতে আফগানিস্তান টি-টুয়েন্টি লিগের ফাইনালে আবারও রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেললেন ক্রিকেটের দানব গেইল। টি-টুয়েন্টি ফরম্যাটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ১২ হাজার রান পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান।


বর্তমানে গেইলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরের পরিসংখ্যান ৩৫৩ ম্যাচের ৩৪৫ ইনিংসে ২১টি সেঞ্চুরি ও ৭৫টি হাফসেঞ্চুরিতে ১২০৫২ রান। সর্বোচ্চ রানের তালিকাতেও সবার উপরে রয়েছেন তিনি। ৯৬২০ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ম্যাচ খেলেছেন ৩৫৬টি।


৪৩১ ম্যাচে ৮৫১১ রান করে তৃতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড।


রবিবার গেইলের ঝড়ো ফিফটিতে আফগানিস্তান প্রিমিয়ার লীগ (এপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে বালখ লিজেন্ডস। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে ফাইনালে কাবুল জওয়ানকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বালখ লিজেন্ডস।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com