শিরোনাম
এ মাসেই শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা লিগ
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ২০:১৪
এ মাসেই শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা লিগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অাগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা লিগ। তবে এর আগে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে ২৪ অক্টোবর উদ্বোধন ও নাম্বার ড্র হবে। লিগ শেষে শীর্ষ দু’টি দল ২০১৯ সালের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে খেলার সুযোগ পাবে আর পয়েন্ট তালিকার শেষ দু’টি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।


এ বছর লিগ চ্যাম্পিয়ন পঞ্চাশ হাজার, রানার্সআপ ত্রিশ হাজার এবং তৃতীয় বিশ হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি, মেডেল ও ওয়ালটন সামগ্রী পাবে। এছাড়া প্রত্যেক বোর্ডের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেয়া হবে। এবার দাবা লিগের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ ।


অাসন্ন লিগকে সামনে রেখে রবিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হেড অব গেমস অ্যান্ড স্পোর্টস এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা, সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান গাজী সাইফুল তারেক, যুগ্মসম্পাদক মনিরুজ্জামান পলাশ ও চিফ আর্বিটার মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন ।


সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ১১ দিনব্যাপী রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ২৫ অক্টোবর শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত লীগ চলবে । প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২জন অতিরিক্ত খেলোয়াড় থাকবেন।


কর্মকর্তারা জানান, প্রথম বিভাগ দাবা লিগ একটি দলগত ইভেন্টে। অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে ২টি দল ২০১৭ সালের দ্বিতীয় বিভাগ দাবা লিগ হতে উন্নীত হয়েছে এবং ২টি দল প্রিমিয়ার ডিভিশন হতে রেলিগেটেড হয়েছে।


প্রথম বিভাগ দাবা লিগের দলগুলো হচ্ছে ১. শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব (প্রিমিয়ার ডিভিশন হতে রেলিগেটেড, নামের অনুমোদনপত্র প্রদানসাপেক্ষে) ২. লিওনাইন চেস ক্লাব (প্রিমিয়ার ডিভিশন হতে রেলিগেটেড), ৩. জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, ৪. হাসান মেমোরিয়াল চেস ক্লাব, ৫. অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল, ৬. দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ, ৭. বসির মেমোরিয়াল চেস ক্লাব, ৮. ক্যাসপারভ চেস ক্লাব, ৯. মহাখালী প্রদীপ সংঘ, ১০. মীর চেস ক্লাব, ১১. উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (২০১৭ সালের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন) , ১২. লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিম (২০১৭ সালের দ্বিতীয় বিভাগ রনার্সআপ) ।


উল্লেখ্য, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবকে প্রথম বিভাগে এ নাম ব্যবহার করে অংশ নিতে হলে জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদনপত্র দেখাতে বলা হয়েছে । সূত্র : চেসবিডি.কম


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com