শিরোনাম
উঠে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ২০:২৬
উঠে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্দিন যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটের। পরাজয়ের বৃত্তেই আটকে আছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ দলের বিপক্ষে সর্বশেষ খেলা দশটি ওয়ানডের মধ্যে একটিতেও জয়ের স্বাদ পায়নি জিম্বাবুয়ে। সেই ভাঙাচোরা জিম্বাবুয়েই বাংলাদেশের মাঠে মাশরাফিদের হারিয়ে উঠে দাঁড়াতে চায়। এমন প্রত্যাশাই করছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।


আগামীকাল রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজ শুরুর ঠিক আগের দিন শনিবার জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক বললেন, ‘দক্ষিণ আফ্রিকায় এবং গতকালের (প্রস্তুতি) ম্যাচে আমাদের সময় ভাল যায়নি। আমরা আগামীকাল এই সফরে কী অর্জন করতে পারি সেটা নিয়ে মনোযোগী। আমরা এখান থেকে উঠে দাঁড়াতে চাই। ছেলেরা সেদিকেই তাকিয়ে আছে। তারা সত্যিই বেশ আত্মবিশ্বাসী।’


২০১০ সালের পর থেকে বাংলাদেশে কোনো ওয়ানডে জিততে পারেনি জিম্বাবুয়ে। তবে সাকিব-তামিম ছাড়া বাংলাদেশকে হারানোর সুযোগ দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক খেলেছি। তাছাড়া এই কন্ডিশন এবং টাইগারদের সঙ্গে আমরা ভালই পরিচিত। দল হিসেবে আমরা বেশ ভালো সুযোগের মধ্যে আছি, বিশেষ করে অন্য আন্তর্জাতিক দলগুলোর চেয়ে। আমার মনে হয় এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’


প্রতিপক্ষ বাংলাদেশ দল নিয়ে মাসাকাদজা বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে, বিশেষ করে ঘরের মাঠে। আমরা মাঝে মাঝেই তাদের সঙ্গে খেলেছি। সুতরাং এখনও আমাদের সুযোগ আছে। তাই ফেবারিট হিসেবে আমি এখনও জিম্বাবুইয়েকেই এগিয়ে রাখব।’


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com