শিরোনাম
জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের দলপতি সৌম্য
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ২০:২১
জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের দলপতি সৌম্য
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি গা গরমের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। বিসিবি একাদশের বিপক্ষে সফরকারীদের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এরই মধ্যে বিসিবি একাদশের ১২ সদস্যের দল চূড়ান্ত হয়ে গেছে।


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়া সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন ডাক পেয়েছেন বিসিবি একাদশে। ব্যাটিং অল-রাউন্ডার সৌম্য নেতৃত্ব দেবেন দলকে। সাভারের বিকেএসপিতে ম্যাচটি শুরু হওয়ার কথা সকাল সাড়ে ৯টায়।


জিম্বাবুয়ে সিরিজে থাকা তিন ক্রিকেটারকেও ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি এবং দুই অল-রাউন্ডার আরিফুল হক ও মোহাম্মদ সাইফ উদ্দিন আছেন ১২ সদস্যের দলে।


ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার মিজানুর রহমান আছেন দলে। এ ছাড়া জাকির হাসান, আফিফ হোসেন, ইয়াসিন আরাফাত, নাঈম হাসানের মতো প্রতিশ্রুতিশীল তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে।


বিসিবি একাদশ : সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, ইয়াসিন আরাফাত, এবাদত হোসেন, মুর্শেদুল আখতার, নাঈম হাসান।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com