শিরোনাম
হকি খেলতে চায় সউদি নারীরা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৬:৫৭
হকি খেলতে চায় সউদি নারীরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংস্কারের হাওয়ায় একদা অতিরক্ষণশীল দেশ সউদি আরবের নারীরা ইতিমধ্যেই অনেক কিছু পেয়ে গেছে। তারা এখন গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছে, দোকানপাটে চাকরি করার অধিকার পেয়েছে। এখন ক'জন সউদি বালিকা অপেক্ষায় আছে হকি খেলার অনুমতি (লাইসেন্স) পাওয়ার। যদি অনুমতি মিলে যায়, তবে তাদেরটাই হবে প্রথম সউদি নারী হকি দল।


জেদ্দা নগরীর এ ক্রীড়ামোদী কন্যারা গত কয়েক সপ্তাহ ধরে হকি কোচ সুলতান সালামার অধীনে ট্রেইনিং নিয়ে চলেছে। এখন অপেক্ষা শুধু জেনারেল স্পোর্টস অথরিটির (জিএসএ) অনুমতির। কোচ বলেন, মেয়েরা দারুণ আশাবাদী যে অনুমতি তারা পাবেই।


হকি টিমের সদস্যা দাজানা বাহাদের বলেন, ইউটিউব টিউটরিয়াল দেখে-দেখে আমি গত প্রায় দু'বছর ধরে এ খেলাটির চর্চা করে চলেছি এবং এক ধরনের দক্ষতা অর্জন করেছি। এখন আমি এ টিমে থাকতে ও খেলতে চাই।


মারিয়া বখশ নামে আরেক বালিকা বলেন, ১২ বছর বয়স থেকে আমি এ খেলাটি প্র্যাকটিস করে আসছি। আমি এখন এ হকি দলে স্থান পেয়েছি। আমরা দলের সবাই আমাদের সক্ষমতা বাড়াতে এবং বড় কিছু করতে চাই। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com