শিরোনাম
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফের সেমিতে বাংলাদেশ
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ২১:৪৪
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফের সেমিতে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলায় নেপালকে ২-১ গোলে হারিয়ে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলের হয়ে জয় সূচক গোল দুটি করেন সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী।


মঙ্গলবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হয়। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ নারী ফুটবল দল।


দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল দিতে পারেনি বাংলাদেশ। খেলার একিবারে শেষ দিকে ১ গোল করে ব্যবধান কিছুটা কমায় নেপাল। ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী বাংলাদেশ নারী ফুটবল দল।


আগের ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।মঙ্গলবার নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।


পাকিস্তানের বিপক্ষে জিতে বি-গ্রুপ থেকে বাংলাদেশ ও নেপাল দু’দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজকের ম্যাচটি ছিল শুধুই গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই।


এর আগে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপেও নেপালকে এই ভুটানের মাটিতে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের অনেক খেলোয়াড়ই রয়েছেন অনূর্ধ্ব-১৮ দলে।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com